০৪:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

মনোজ-মমর ‘বার্ডস আই’

এটি রোমান্টিক গল্প  নয়, অথবা অতিপ্রাকৃতিক একজন মানুষের গল্প। যে মানুষটি যা বলে হয়ে যায় সেটি। ভাবনার সঙ্গে মিলে যায় সময়ের গল্প। এমন বিষয় নিয়েই নির্মিত হয়েছে ঈদের নাটক।

নাম ‘বার্ডস আই’। এতে জুটি হয়ে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক ও জাকিয়া বারি মম। এর রচনা ও পরিচালনা করছেন নজরুল ইসলাম রাজু। নাটকটির চিত্রনাট্য করেছেন মতিয়া মানু শুকু।

এতে পেখম চরিত্রে অভিনয় করেছেন মনোজ। গল্প আর নির্মাণ নিয়ে দারুণ খুশি এ অভিনেতা। ঈদের জন্য মমর সঙ্গে জুটি হয়ে দুটি নাটকে অভিনয় করেছেন মনোজ। এর মধ্যে একটি ‘বার্ডস আই’।

নাটকটি নিয়ে মনোজ বলেন, ‘নাটকটিতে পেখম চরিত্রে অভিনয় করা ছেলেটির মধ্যে দারুণ একটা ব্যাপার আছে। এর আগে যত চরিত্রে অভিনয় করেছি তার মধ্যে একটি উল্লেখ করার মতো একটা চরিত্র।’

নাটকটির গল্প নিয়ে প্রশংসা করলেন মমও। জানালেন, ‘এমন গল্পে কাজ করতে সত্যিই আনন্দ লাগে। দর্শকরা দেখেও আনন্দ পান। সব মিলিয়ে ভালো একটি কাজ হয়েছে।’

এনটিভির ঈদ আয়োজনের ৫ম নাটকটি প্রচার হবে বলে জানান পরিচালক রাজু।

 

বিবি/এমএ

ট্যাগ :

মেঘনা  উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক  নয়ন ও শহীদুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার

মনোজ-মমর ‘বার্ডস আই’

প্রকাশিত : ০২:০১:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০১৯

এটি রোমান্টিক গল্প  নয়, অথবা অতিপ্রাকৃতিক একজন মানুষের গল্প। যে মানুষটি যা বলে হয়ে যায় সেটি। ভাবনার সঙ্গে মিলে যায় সময়ের গল্প। এমন বিষয় নিয়েই নির্মিত হয়েছে ঈদের নাটক।

নাম ‘বার্ডস আই’। এতে জুটি হয়ে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক ও জাকিয়া বারি মম। এর রচনা ও পরিচালনা করছেন নজরুল ইসলাম রাজু। নাটকটির চিত্রনাট্য করেছেন মতিয়া মানু শুকু।

এতে পেখম চরিত্রে অভিনয় করেছেন মনোজ। গল্প আর নির্মাণ নিয়ে দারুণ খুশি এ অভিনেতা। ঈদের জন্য মমর সঙ্গে জুটি হয়ে দুটি নাটকে অভিনয় করেছেন মনোজ। এর মধ্যে একটি ‘বার্ডস আই’।

নাটকটি নিয়ে মনোজ বলেন, ‘নাটকটিতে পেখম চরিত্রে অভিনয় করা ছেলেটির মধ্যে দারুণ একটা ব্যাপার আছে। এর আগে যত চরিত্রে অভিনয় করেছি তার মধ্যে একটি উল্লেখ করার মতো একটা চরিত্র।’

নাটকটির গল্প নিয়ে প্রশংসা করলেন মমও। জানালেন, ‘এমন গল্পে কাজ করতে সত্যিই আনন্দ লাগে। দর্শকরা দেখেও আনন্দ পান। সব মিলিয়ে ভালো একটি কাজ হয়েছে।’

এনটিভির ঈদ আয়োজনের ৫ম নাটকটি প্রচার হবে বলে জানান পরিচালক রাজু।

 

বিবি/এমএ