০৮:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

‘দাবাং ৩’-এর পর ‘কিক-২’

সালমান খান অভিনীত সর্বশেষ ছবি ‘ভারত’ দিয়ে বক্স অফিসে বেশ সাড়া ফেলেছেন। বর্তমানে এই অভিনেতা ব্যস্ত আছেন তার ‘দাবাং ৩’-এর সিক্যুয়াল নিয়ে। আর এরপরেই নাকি শুরু করবেন ‘কিক’-এর সিক্যুয়াল!

২০১৪ সালে মুক্তি প্রাপ্ত সালমান খান অভিনীত ‘কিক’ ছবিটির কথা নিশ্চই মনে আছে সবার? কেনই বা মনে থাকবে না, সেসময় বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল ছবিটি। ফলে এর সিক্যুয়েল নির্মাণের পরিকল্পনাও চলছিল অনেকদিন থেকেই। এমনকি ইতোমধ্যেই ছবিটির পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালা ছবিটির চিত্রনাট্যের একটি ড্রাফটও তৈরী করে ফেলেছেন!

সম্প্রতি মুম্বাই মিরর জানিয়েছে, সালমান অভিনীত ‘কিক’ দর্শকদের কাছে ব্যাপক প্রসংশিত হওয়ার পর সবাই আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিলেন এর সিক্যুয়ালের! কিন্তু পাঁচ বছর হয়ে গেলেও ‘কিক’-এর সিক্যুয়ালের কোনো খোঁজ পাননি তারা। তবে এবার নড়েচড়ে বসেছেন প্রযোজক!

শোনা যাচ্ছে, কিক-এর পরবর্তী সিক্যুয়ালের চিত্রনাট্য ও তৈরী করে ফেলেছেন পরিচালক। শোনা যাচ্ছে, ‘কিক ২’ তে সালমানের বিপরীতে আগের বারের মতই দেখা যাবে জ্যাকুলিন ফার্নান্দেজকে। যদিও ছবিটিতে প্রথমে যুক্ত হওয়ার কথা ছিল ২০১৭ সালের বিশ্বসুন্দরী মানুষি চিল্লারের। কিন্তু, পরে তার পরিবর্তে নাম নির্ধারণ হয় জ্যাকুলিনের।

বিজনেস বাংলাদেশ-/ এমএ

ট্যাগ :

মেঘনা  উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক  নয়ন ও শহীদুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার

‘দাবাং ৩’-এর পর ‘কিক-২’

প্রকাশিত : ০২:৪৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯

সালমান খান অভিনীত সর্বশেষ ছবি ‘ভারত’ দিয়ে বক্স অফিসে বেশ সাড়া ফেলেছেন। বর্তমানে এই অভিনেতা ব্যস্ত আছেন তার ‘দাবাং ৩’-এর সিক্যুয়াল নিয়ে। আর এরপরেই নাকি শুরু করবেন ‘কিক’-এর সিক্যুয়াল!

২০১৪ সালে মুক্তি প্রাপ্ত সালমান খান অভিনীত ‘কিক’ ছবিটির কথা নিশ্চই মনে আছে সবার? কেনই বা মনে থাকবে না, সেসময় বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল ছবিটি। ফলে এর সিক্যুয়েল নির্মাণের পরিকল্পনাও চলছিল অনেকদিন থেকেই। এমনকি ইতোমধ্যেই ছবিটির পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালা ছবিটির চিত্রনাট্যের একটি ড্রাফটও তৈরী করে ফেলেছেন!

সম্প্রতি মুম্বাই মিরর জানিয়েছে, সালমান অভিনীত ‘কিক’ দর্শকদের কাছে ব্যাপক প্রসংশিত হওয়ার পর সবাই আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিলেন এর সিক্যুয়ালের! কিন্তু পাঁচ বছর হয়ে গেলেও ‘কিক’-এর সিক্যুয়ালের কোনো খোঁজ পাননি তারা। তবে এবার নড়েচড়ে বসেছেন প্রযোজক!

শোনা যাচ্ছে, কিক-এর পরবর্তী সিক্যুয়ালের চিত্রনাট্য ও তৈরী করে ফেলেছেন পরিচালক। শোনা যাচ্ছে, ‘কিক ২’ তে সালমানের বিপরীতে আগের বারের মতই দেখা যাবে জ্যাকুলিন ফার্নান্দেজকে। যদিও ছবিটিতে প্রথমে যুক্ত হওয়ার কথা ছিল ২০১৭ সালের বিশ্বসুন্দরী মানুষি চিল্লারের। কিন্তু, পরে তার পরিবর্তে নাম নির্ধারণ হয় জ্যাকুলিনের।

বিজনেস বাংলাদেশ-/ এমএ