১২:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

বিজয় দিবসের কনসার্ট মাতাবেন জেমস

জেমস এবার টাঙ্গাইলে বিজয় দিবসের কনসার্ট মাতাবেন। তার সাথে থাকছে তার ব্যান্ড নগর বাউল। জেমস একজন বাংলাদেশী রক সঙ্গীত শিল্পী। আসল নাম ফারুক মাহফুজ আনাম হলেও তিনি জেমস নামেই পরিচিত। তিনি তার ভক্তদের কাছে ‘গুরু’, ‘নগর-বাউল’ নামেও পরিচিত। জেমস বর্তমানে নগর বাউল ব্যান্ডের প্রধান গিটারিস্ট এবং ভোকালিষ্ট, যা পূর্বে ফিলিংস নামে পরিচিত ছিল।

সম্প্রতি অস্ট্রেলিয়ায় একাধিক কনসার্ট করে এলেন জেমস। এবার টাঙ্গাইলে বিজয় দিবসের কনসার্ট মাতাবেন তিনি। সঙ্গে থাকছে তার ব্যান্ড নগর বাউল।

হর্নেটের আয়োজনে ১৪ থেকে ১৬ ডিসেম্বর টাঙ্গাইলের কালিহাতী স্কুল মাঠে শুরু হচ্ছে মুক্তিযোদ্ধা মেলা। আর এই আয়োজনের প্রধান চমক হিসেবে থাকছেন জেমস। মেলার শেষদিনে জনপ্রিয় কিছু গান গেয়ে শোতাবেন এ শিল্পী।

এই উৎসবের মূলমন্ত্র হচ্ছে, ‘চেতনায় মুক্তি উল্লাসে বিজয়’। এতে জেমসের সঙ্গে চমক হিসেবে থাকছেন আঁখি আলমগীর, সালমা ও রিংকু। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই আয়োজন চলবে।

এদিকে অনেকদিন অ্যালবামে নেই জেমস। শোনা যায়নি সিনেমায়ও। বর্তমানে স্টেজ শো’র ব্যস্ততার ফাঁকে ফাঁকে এগিয়ে চলছে নতুন অ্যালবামের কাজ।

ট্যাগ :
জনপ্রিয়

ছলিমপুরে গণসংযোগে আসলাম চৌধূরীর স্ত্রী-কন্যা: নারীর ক্ষমতায়নে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের অঙ্গীকার

বিজয় দিবসের কনসার্ট মাতাবেন জেমস

প্রকাশিত : ১২:০১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭

জেমস এবার টাঙ্গাইলে বিজয় দিবসের কনসার্ট মাতাবেন। তার সাথে থাকছে তার ব্যান্ড নগর বাউল। জেমস একজন বাংলাদেশী রক সঙ্গীত শিল্পী। আসল নাম ফারুক মাহফুজ আনাম হলেও তিনি জেমস নামেই পরিচিত। তিনি তার ভক্তদের কাছে ‘গুরু’, ‘নগর-বাউল’ নামেও পরিচিত। জেমস বর্তমানে নগর বাউল ব্যান্ডের প্রধান গিটারিস্ট এবং ভোকালিষ্ট, যা পূর্বে ফিলিংস নামে পরিচিত ছিল।

সম্প্রতি অস্ট্রেলিয়ায় একাধিক কনসার্ট করে এলেন জেমস। এবার টাঙ্গাইলে বিজয় দিবসের কনসার্ট মাতাবেন তিনি। সঙ্গে থাকছে তার ব্যান্ড নগর বাউল।

হর্নেটের আয়োজনে ১৪ থেকে ১৬ ডিসেম্বর টাঙ্গাইলের কালিহাতী স্কুল মাঠে শুরু হচ্ছে মুক্তিযোদ্ধা মেলা। আর এই আয়োজনের প্রধান চমক হিসেবে থাকছেন জেমস। মেলার শেষদিনে জনপ্রিয় কিছু গান গেয়ে শোতাবেন এ শিল্পী।

এই উৎসবের মূলমন্ত্র হচ্ছে, ‘চেতনায় মুক্তি উল্লাসে বিজয়’। এতে জেমসের সঙ্গে চমক হিসেবে থাকছেন আঁখি আলমগীর, সালমা ও রিংকু। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই আয়োজন চলবে।

এদিকে অনেকদিন অ্যালবামে নেই জেমস। শোনা যায়নি সিনেমায়ও। বর্তমানে স্টেজ শো’র ব্যস্ততার ফাঁকে ফাঁকে এগিয়ে চলছে নতুন অ্যালবামের কাজ।