০৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

৩ দিনের ফুডশালা হোম-মেড ফুড ফেস্টিভ্যাল শুরু আজ

আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী রাঁধুনী প্রেজেন্টস‌ ‌‘ফুডশালা হোম-মেড ফুড ফেস্টিভ্যাল’। উত্তরার ১১ নাম্বার সেক্টরের ‘দ্য প্রেন্ডিয়ান’ রেস্টুরেন্টে হবে এই ফেস্টিভ্যাল। চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। আয়োজকরা জানিয়েছেন, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে ফেস্টিভ্যাল। সবার জন্য মেলাটি উন্মুক্ত থাকবে।

ফেস্টিভ্যালে অতিথি হিসেবে থাকবেন সিরাক-বাংলাদেশের নির্বাহী পরিচালক এসএম সৈকত, ডেইলি ওমেন বাংলাদেশের প্রধান সম্পাদক ও ঝলক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. জাহিদ আহমেদ চৌধুরী, আজকের বিজনেস বাংলাদেশের নিউজ এডিটর বাবুল হৃদয়, হারনেট টিভির প্রতিষ্ঠাতা ও অভিনেত্রী আলিশা প্রধান, ই-ক্লাবের সভাপতি মুহাম্মাদ শাহরিয়ার খান ও সাধারণ সম্পাদক কামরুল হাসানসহ ই-ক্লাবের ইসি কমিটির অন্যান্য সদস্য। পুরো ফেস্টিভ্যালটির সার্বিক তত্ত্বাবধান করবেন সাহারা সুলতানা ও ফারহানা সুলতানা মিম্মা।

ফেস্টিভ্যাল নিয়ে সাহারা সুলতানা বিজনেস বাংলাদেশকে বলেন, ‘তিন দিনের এই ফেস্টিভ্যালে ভোজনরসিক অতিথিদের দেশি-বিদেশি খাবারের স্বাদ গ্রহণের পাশাপাশি দেশীয় ঐতিহ্যবাহী খাবারের সঙ্গে পরিচিয় করিয়ে দেয়াই আমাদের উদ্দেশ্য।’

এবারের ফেস্টে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকছে রাঁধুনী, স্ট্রেটিজিক পার্টনার হিসেবে থাকছে ই-ক্লাব ওমেন ফোরাম, মিডিয়া পার্টনার ‘ডেইলি ওমেন বাংলাদেশ’ ‘আজকের বিজনেস বাংলাদেশ’, ই-কমার্স বার্তা, হারনেট টিভি, ইভেন্ট পার্টনার ব্ল্যাকবোর্ড।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

স্বামীর কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত আপসহীন নেত্রী

৩ দিনের ফুডশালা হোম-মেড ফুড ফেস্টিভ্যাল শুরু আজ

প্রকাশিত : ০৩:৪৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯

আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী রাঁধুনী প্রেজেন্টস‌ ‌‘ফুডশালা হোম-মেড ফুড ফেস্টিভ্যাল’। উত্তরার ১১ নাম্বার সেক্টরের ‘দ্য প্রেন্ডিয়ান’ রেস্টুরেন্টে হবে এই ফেস্টিভ্যাল। চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। আয়োজকরা জানিয়েছেন, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে ফেস্টিভ্যাল। সবার জন্য মেলাটি উন্মুক্ত থাকবে।

ফেস্টিভ্যালে অতিথি হিসেবে থাকবেন সিরাক-বাংলাদেশের নির্বাহী পরিচালক এসএম সৈকত, ডেইলি ওমেন বাংলাদেশের প্রধান সম্পাদক ও ঝলক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. জাহিদ আহমেদ চৌধুরী, আজকের বিজনেস বাংলাদেশের নিউজ এডিটর বাবুল হৃদয়, হারনেট টিভির প্রতিষ্ঠাতা ও অভিনেত্রী আলিশা প্রধান, ই-ক্লাবের সভাপতি মুহাম্মাদ শাহরিয়ার খান ও সাধারণ সম্পাদক কামরুল হাসানসহ ই-ক্লাবের ইসি কমিটির অন্যান্য সদস্য। পুরো ফেস্টিভ্যালটির সার্বিক তত্ত্বাবধান করবেন সাহারা সুলতানা ও ফারহানা সুলতানা মিম্মা।

ফেস্টিভ্যাল নিয়ে সাহারা সুলতানা বিজনেস বাংলাদেশকে বলেন, ‘তিন দিনের এই ফেস্টিভ্যালে ভোজনরসিক অতিথিদের দেশি-বিদেশি খাবারের স্বাদ গ্রহণের পাশাপাশি দেশীয় ঐতিহ্যবাহী খাবারের সঙ্গে পরিচিয় করিয়ে দেয়াই আমাদের উদ্দেশ্য।’

এবারের ফেস্টে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকছে রাঁধুনী, স্ট্রেটিজিক পার্টনার হিসেবে থাকছে ই-ক্লাব ওমেন ফোরাম, মিডিয়া পার্টনার ‘ডেইলি ওমেন বাংলাদেশ’ ‘আজকের বিজনেস বাংলাদেশ’, ই-কমার্স বার্তা, হারনেট টিভি, ইভেন্ট পার্টনার ব্ল্যাকবোর্ড।

বিজনেস বাংলাদেশ/এম মিজান