১০:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

ফের এ ডিএ তায়েবের নায়িকা মাহি

এর আগে তার অন্ধকার জগৎ সিনেমায় অভিনয় করেছেন তারা। সেখানে মাহির নায়ক ছিলেন ডিএ তায়েব। এবার মাহির নায়ক পরিচালক দুটোই ডিএ তায়েব। তাদের নতুন সিনেমার নাম ‘অফিসার’। চমক হিসেবে এবার ডিএ তায়েব নিজেই পরিচালনা করছেন মুভিটি।

জানালেন, ইতোমধ্যে এর কাজটা এগিয়েও নিয়েছেন তিনি। শেষ হয়েছে এর প্রথম লট। আগামী ১২ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় লটের শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

ডিএ তায়েব বললেন, ‘প্রথমবারের মতো সিনেমা পরিচালনা করছি। তাই প্রস্তুতি নিতে আগে গুছিয়ে নিয়েছি। ১০ দিন আগে সিনেমার প্রথম লটের শুটিং শেষ করেছি। নায়িকা ছাড়া কিছু অ্যাকশন দৃশ্য এতে করা হয়েছে। মাহি এর পরের লটে শুটিংয়ে আসবেন।’

জানা যায়, এসজি প্রোডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে ‘অফিসার’। এ সিনেমায় আরও অভিনয় করছেন অমিত হাসান, দীপা খন্দকার, জয়রাজ, আনহা তামান্না প্রমুখ।

এছাড়া ‘ঈশা খাঁ’ নামের নতুন একটি সিনেমায় মাহি তায়েবের সঙ্গে অভিনয় করছেন বলে জানিয়েছেন তিনি।

এদিকে, এ চিত্রনায়িকা ‘ব্লাড’ নামের ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

১০০ রাফায়েল যুদ্ধবিমান ইউক্রেনকে দেবে ফ্রান্স

ফের এ ডিএ তায়েবের নায়িকা মাহি

প্রকাশিত : ০৪:১৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০

এর আগে তার অন্ধকার জগৎ সিনেমায় অভিনয় করেছেন তারা। সেখানে মাহির নায়ক ছিলেন ডিএ তায়েব। এবার মাহির নায়ক পরিচালক দুটোই ডিএ তায়েব। তাদের নতুন সিনেমার নাম ‘অফিসার’। চমক হিসেবে এবার ডিএ তায়েব নিজেই পরিচালনা করছেন মুভিটি।

জানালেন, ইতোমধ্যে এর কাজটা এগিয়েও নিয়েছেন তিনি। শেষ হয়েছে এর প্রথম লট। আগামী ১২ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় লটের শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

ডিএ তায়েব বললেন, ‘প্রথমবারের মতো সিনেমা পরিচালনা করছি। তাই প্রস্তুতি নিতে আগে গুছিয়ে নিয়েছি। ১০ দিন আগে সিনেমার প্রথম লটের শুটিং শেষ করেছি। নায়িকা ছাড়া কিছু অ্যাকশন দৃশ্য এতে করা হয়েছে। মাহি এর পরের লটে শুটিংয়ে আসবেন।’

জানা যায়, এসজি প্রোডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে ‘অফিসার’। এ সিনেমায় আরও অভিনয় করছেন অমিত হাসান, দীপা খন্দকার, জয়রাজ, আনহা তামান্না প্রমুখ।

এছাড়া ‘ঈশা খাঁ’ নামের নতুন একটি সিনেমায় মাহি তায়েবের সঙ্গে অভিনয় করছেন বলে জানিয়েছেন তিনি।

এদিকে, এ চিত্রনায়িকা ‘ব্লাড’ নামের ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ