০৪:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

জমজ দুই বোন পেয়েছে জিপিএ ৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে ২০২০ সালে এসএসসি পরীক্ষায় ফৌজদারহাট কে এম উচ্চ বিদ্যালয় থেকে কারিগরিসহ মোট জিপিএ-৫ পেয়েছে চারজন তার মধ্যে ব্যবসা শিক্ষা বিভাগ হতে জিপিএ-৫ পেয়েছে ইফফাত আরা আবছার ইভা ও ইফরিত আরা আবছার ইরা।
তারা দুইজনেই জমজ বোন। ফৌজদারহাট জলিল স্টেশন মুহাম্মদ আবছার ও রিতু আকতারের মেয়ে। তাদের পিতা একজন ব্যবসায়ীও ৯৪ ব্যাচের ছাএ ছিলেন।
তারা দুইজন বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোস্তাকিমের সাহেবের ভাগিনী। মোস্তাকিম সাহেব জানান, ভাগিনী দুইজনেই শৈশবকাল থেকে দুইজনেই খুব মেধাবী।
বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সবসময় গৌরব অর্জন করত। তিনি শিক্ষকমণ্ডলীদের কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় সকলের কাছে দোয়া চেয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম সাহেব জানান, বিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে তাদের দুইজনের পড়ালেখা দেখে সকল শিক্ষক মুগ্ধ হতেন। তাদের ভবিষ্যৎ যেন উজ্জ্বল এই দোয়া করি।
এবার বিদ্যালয়ের পাশের হার শতকরা সাধারণ ৮৮.৩৫, কারিগরি ৯১.৯২ জিপিএ-৫ পেয়েছে মোট ৪ জন। কৃতকার্য হয়েছে মোট ২৮২ জন।

 

বিজনেস বাংলাদেশ / আতিক

জনপ্রিয়

মুরাদনগরের সাবেক ৫বারের এমপি কায়কোবাদের অপেক্ষায় নেতাকর্মী ও সাধারণ মানুষ

জমজ দুই বোন পেয়েছে জিপিএ ৫

প্রকাশিত : ০৫:২৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০
চট্টগ্রামের সীতাকুণ্ডে ২০২০ সালে এসএসসি পরীক্ষায় ফৌজদারহাট কে এম উচ্চ বিদ্যালয় থেকে কারিগরিসহ মোট জিপিএ-৫ পেয়েছে চারজন তার মধ্যে ব্যবসা শিক্ষা বিভাগ হতে জিপিএ-৫ পেয়েছে ইফফাত আরা আবছার ইভা ও ইফরিত আরা আবছার ইরা।
তারা দুইজনেই জমজ বোন। ফৌজদারহাট জলিল স্টেশন মুহাম্মদ আবছার ও রিতু আকতারের মেয়ে। তাদের পিতা একজন ব্যবসায়ীও ৯৪ ব্যাচের ছাএ ছিলেন।
তারা দুইজন বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোস্তাকিমের সাহেবের ভাগিনী। মোস্তাকিম সাহেব জানান, ভাগিনী দুইজনেই শৈশবকাল থেকে দুইজনেই খুব মেধাবী।
বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সবসময় গৌরব অর্জন করত। তিনি শিক্ষকমণ্ডলীদের কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় সকলের কাছে দোয়া চেয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম সাহেব জানান, বিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে তাদের দুইজনের পড়ালেখা দেখে সকল শিক্ষক মুগ্ধ হতেন। তাদের ভবিষ্যৎ যেন উজ্জ্বল এই দোয়া করি।
এবার বিদ্যালয়ের পাশের হার শতকরা সাধারণ ৮৮.৩৫, কারিগরি ৯১.৯২ জিপিএ-৫ পেয়েছে মোট ৪ জন। কৃতকার্য হয়েছে মোট ২৮২ জন।

 

বিজনেস বাংলাদেশ / আতিক