০২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

করোনা আক্রান্তদের ফ্রি অক্সিজেন রিফিল করে দিচ্ছে সীমা গ্রুপ

সীতাকুণ্ডের বানুরবাজারস্থ সীমা গ্রুপের পক্ষ থেকে করোনা রোগীদের জন্য বিনা মূল্যে অক্সিজেন রিফিল করে দেওয়া হচ্ছে। সীমা গ্রুপ বৈশ্বিক এই মহামারীতে করোন রোগীদের পাশে দাঁড়ানোর জন্যএগিয়ে এসেছে।
অক্সিজেনের জন্য ফ্যাক্টরী ম্যানেজার মোহাম্মদ সামশুদ্দীন সাহেবের (মোবাইল -01678060179) সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।
ফ্যাক্টরী: কদম রসুলের পূর্ব পাশে, ভাটিয়ারী।
উল্লেখ্য, ১৯৯৬সালে মরহুম  আলহাজ্ব শফি সাহেব সীমা অক্সিজেন প্লান্ট চালু করার পর থেকে এলাকার যে কারো প্রয়োজনে মেডিকেল অক্সিজেন ফ্রি তে দিতেন এ কথা হয়তো অনেকের জানা ছিলনা।
আজ উনার সুযোগ্য সন্তান পারভেজউদদীন সান্টু আবারো ঘোষনা দিল সীতাকুণ্ডের মানুষের প্রয়োজনে  অক্সিজেন রিফিল করে দিবেন।

 

 

জনপ্রিয়

করোনা আক্রান্তদের ফ্রি অক্সিজেন রিফিল করে দিচ্ছে সীমা গ্রুপ

প্রকাশিত : ০৩:৫৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০
সীতাকুণ্ডের বানুরবাজারস্থ সীমা গ্রুপের পক্ষ থেকে করোনা রোগীদের জন্য বিনা মূল্যে অক্সিজেন রিফিল করে দেওয়া হচ্ছে। সীমা গ্রুপ বৈশ্বিক এই মহামারীতে করোন রোগীদের পাশে দাঁড়ানোর জন্যএগিয়ে এসেছে।
অক্সিজেনের জন্য ফ্যাক্টরী ম্যানেজার মোহাম্মদ সামশুদ্দীন সাহেবের (মোবাইল -01678060179) সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।
ফ্যাক্টরী: কদম রসুলের পূর্ব পাশে, ভাটিয়ারী।
উল্লেখ্য, ১৯৯৬সালে মরহুম  আলহাজ্ব শফি সাহেব সীমা অক্সিজেন প্লান্ট চালু করার পর থেকে এলাকার যে কারো প্রয়োজনে মেডিকেল অক্সিজেন ফ্রি তে দিতেন এ কথা হয়তো অনেকের জানা ছিলনা।
আজ উনার সুযোগ্য সন্তান পারভেজউদদীন সান্টু আবারো ঘোষনা দিল সীতাকুণ্ডের মানুষের প্রয়োজনে  অক্সিজেন রিফিল করে দিবেন।