০৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪

ঈদুল-আযহা: ১৬দিন বন্ধ থাকবে রাবি’র অনলাইন ক্লাস

পবিত্র ঈদুল- আযহা উপলক্ষে আগামী ২২ জুলাই (রবিবার) থেকে ৬ আগষ্ট (বৃহস্পতিবার)পর্যন্ত বন্ধ থাকবে সকল বিভাগের অনলাইন ক্লাস। তবে ৫ আগষ্ট পর্যন্ত বন্ধ থাকবে অফিসসমূহ।

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এম.এ বারী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, অত্যাবশ্যকীয় অফিস সমূহ- যেমন, উপাচার্য দপ্তর,উপ-উপাচার্য দপ্তর,কোষাধ্যক্ষ দপ্তর,রেজিস্ট্রার দপ্তর, আবাসিক হলসমূহ,ছাত্র-উপদেষ্টা দপ্তর, প্রক্টর দপ্তর, জনসংযোগ দপ্তর,পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর, প্রকৌশল দপ্তর,হিসাব অফিস, পরিবহন দপ্তর, স্টুয়ার্ট শাখা আগামী ২২ জুলাই থেকে ৫আগষ্ট পর্যন্ত প্রয়োজনীয় জনবল রোস্টার ডিউটি পালন করবে। রোস্টার ডিউটির অফিসের সময়সূচি হবে সকাল ৯টা হতে দুপুর ১২টা পর্যন্ত।

তবে অতি জরুরী বিভাগ সমূহ, পানি, বিদ্যুৎ, চিকিৎসা, প্রহরা ব্যবস্থা,টেলিফোন যথা রীতি চালু থাকবে বলে জানানো হয়।

বিজনেস বাংলাদেশ / আতিক

লে.কর্নেল মুনীম ফেরদৌস হলেন র‍্যাবের নতুন মুখপাত্র

ঈদুল-আযহা: ১৬দিন বন্ধ থাকবে রাবি’র অনলাইন ক্লাস

প্রকাশিত : ০৩:৪৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০

পবিত্র ঈদুল- আযহা উপলক্ষে আগামী ২২ জুলাই (রবিবার) থেকে ৬ আগষ্ট (বৃহস্পতিবার)পর্যন্ত বন্ধ থাকবে সকল বিভাগের অনলাইন ক্লাস। তবে ৫ আগষ্ট পর্যন্ত বন্ধ থাকবে অফিসসমূহ।

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এম.এ বারী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, অত্যাবশ্যকীয় অফিস সমূহ- যেমন, উপাচার্য দপ্তর,উপ-উপাচার্য দপ্তর,কোষাধ্যক্ষ দপ্তর,রেজিস্ট্রার দপ্তর, আবাসিক হলসমূহ,ছাত্র-উপদেষ্টা দপ্তর, প্রক্টর দপ্তর, জনসংযোগ দপ্তর,পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর, প্রকৌশল দপ্তর,হিসাব অফিস, পরিবহন দপ্তর, স্টুয়ার্ট শাখা আগামী ২২ জুলাই থেকে ৫আগষ্ট পর্যন্ত প্রয়োজনীয় জনবল রোস্টার ডিউটি পালন করবে। রোস্টার ডিউটির অফিসের সময়সূচি হবে সকাল ৯টা হতে দুপুর ১২টা পর্যন্ত।

তবে অতি জরুরী বিভাগ সমূহ, পানি, বিদ্যুৎ, চিকিৎসা, প্রহরা ব্যবস্থা,টেলিফোন যথা রীতি চালু থাকবে বলে জানানো হয়।

বিজনেস বাংলাদেশ / আতিক