০৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

মাত্র আধাঘন্টা সময়ের মূল্য দুই কোটি টাকা!

‘পদ্মাবত’ মুক্তি পাওয়ার পর থেকে গোটা বলিউড ইন্ডাস্ট্রি জুড়েই বলিউড অভিনেতা রণবীর সিং কে নিয়ে হইচই শুরু হয়ে যায়। তার খ্যাতি এতই ছড়িয়েছে যে, দুই কোটি টাকা পেতেন মাত্র ৩০ মিনিটের জন্য! শুধু হাসি মুখে লোকের সঙ্গে গল্প করাই হচ্ছে কাজ বল।

কিন্তু সেই কাজটাও এক মুহূর্তও না ভেবেই বাতিল করে দিলেন বলিউড অভিনেতা রণবীর সিং। কারণ হিসেবে এই অভিনেতা জানালেন, তিনি একটা কাজ করতে করতে কখনই আরেকটা কাজে হাত দেন না। তাতে নাকি তার মনসংযোগ নষ্ট হয়ে যায়। আর তাই তিনি যখন যেটা করেন, সেটাই মন দিয়ে আগে শেষ করার চেষ্টা করেন। আর তারপর পরবর্তী কাজ নিয়ে ভাবনাচিন্তা শুরু করেন।

সকলের মুখে মুখে এখন একটাই কথা, খানদের ছাপিয়ে তিনিই নাকি বর্তমানে বলিউডের সেরা। কিন্তু যাকে নিয়ে এত হইচই তিনি নিজের এই উত্থান নিয়ে মোটেই ভাবিত নন। বরং ‘পদ্মাবত’ মুক্তি পাওয়ার পরই, তিনি আবার মন দিয়েছেন জোয়া আখতার পরিচালিত তাঁর পরবর্তী ছবি ‘গাল্লি বয়’-এর শুটিংয়ে। কয়েকদিন আগে সেই ছবির ফার্স্ট লুকও তিনি প্রকাশ করেছিলেন তাঁর টুইটার পেজ-এ।

এত কিছু তো হল, কিন্তু জানেন কোন সেই প্রজেক্ট যার জন্য মাত্র ৩০ মিনিটেই রনবীর পেয়ে যেতেন ২ কোটি টাকা? কয়েকদিন আগেই একটি সংস্থা একটি বিয়ের অনুষ্ঠানে ৩০ মিনিট থাকার জন্য রনবীরকে ২ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু প্রস্তাবটি রনবীরের সেক্রেটারি মারফত রনবীরের কানে পৌঁছানো মাত্রই তিনি এটি নাকচ করে দেন এবং তিনি সরাসরি জানিয়েও দিয়েছেন যতদিন না ‘গাল্লি বয়’-এর শুটিং শেষ হবে, ততদিন তিনি অন্য কোনও কাজে হাত দেবেন না।

ট্যাগ :
জনপ্রিয়

আপনাদের একটি ভোটই পারে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে: ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

মাত্র আধাঘন্টা সময়ের মূল্য দুই কোটি টাকা!

প্রকাশিত : ১১:৪৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৮

‘পদ্মাবত’ মুক্তি পাওয়ার পর থেকে গোটা বলিউড ইন্ডাস্ট্রি জুড়েই বলিউড অভিনেতা রণবীর সিং কে নিয়ে হইচই শুরু হয়ে যায়। তার খ্যাতি এতই ছড়িয়েছে যে, দুই কোটি টাকা পেতেন মাত্র ৩০ মিনিটের জন্য! শুধু হাসি মুখে লোকের সঙ্গে গল্প করাই হচ্ছে কাজ বল।

কিন্তু সেই কাজটাও এক মুহূর্তও না ভেবেই বাতিল করে দিলেন বলিউড অভিনেতা রণবীর সিং। কারণ হিসেবে এই অভিনেতা জানালেন, তিনি একটা কাজ করতে করতে কখনই আরেকটা কাজে হাত দেন না। তাতে নাকি তার মনসংযোগ নষ্ট হয়ে যায়। আর তাই তিনি যখন যেটা করেন, সেটাই মন দিয়ে আগে শেষ করার চেষ্টা করেন। আর তারপর পরবর্তী কাজ নিয়ে ভাবনাচিন্তা শুরু করেন।

সকলের মুখে মুখে এখন একটাই কথা, খানদের ছাপিয়ে তিনিই নাকি বর্তমানে বলিউডের সেরা। কিন্তু যাকে নিয়ে এত হইচই তিনি নিজের এই উত্থান নিয়ে মোটেই ভাবিত নন। বরং ‘পদ্মাবত’ মুক্তি পাওয়ার পরই, তিনি আবার মন দিয়েছেন জোয়া আখতার পরিচালিত তাঁর পরবর্তী ছবি ‘গাল্লি বয়’-এর শুটিংয়ে। কয়েকদিন আগে সেই ছবির ফার্স্ট লুকও তিনি প্রকাশ করেছিলেন তাঁর টুইটার পেজ-এ।

এত কিছু তো হল, কিন্তু জানেন কোন সেই প্রজেক্ট যার জন্য মাত্র ৩০ মিনিটেই রনবীর পেয়ে যেতেন ২ কোটি টাকা? কয়েকদিন আগেই একটি সংস্থা একটি বিয়ের অনুষ্ঠানে ৩০ মিনিট থাকার জন্য রনবীরকে ২ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু প্রস্তাবটি রনবীরের সেক্রেটারি মারফত রনবীরের কানে পৌঁছানো মাত্রই তিনি এটি নাকচ করে দেন এবং তিনি সরাসরি জানিয়েও দিয়েছেন যতদিন না ‘গাল্লি বয়’-এর শুটিং শেষ হবে, ততদিন তিনি অন্য কোনও কাজে হাত দেবেন না।