আগামি বাজেটেও কালোটাকা সাদা করার সুযোগ
প্রধানমন্ত্রীর সাহসী সিদ্ধান্তে মাথাপিছু আয় বেড়েছে : অর্থমন্ত্রী
করোনা সংক্রমণ রোধে জরুরি বিবেচনায় চীনের সিনোফার্মের তৈরি সার্স-কোভ-টু ভ্যাকসিন সরাসরি ক্রয়ের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। পাশাপাশি কোভিড-১৯ আক্রান্তদের জন্য ৪০টি অক্সিজেন জেনারেটর সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার নীতিগত অনুমোদন দিয়েছে কমিটি। এছাড়া ৫ হাজার ৬২৯ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে পটুয়াখালীর পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেইন্টেনেন্স ড্রেজিংয়ের ক্রয় প্রস্তাব এবং বরিশালে ৩৩১ কোটি টাকা ব্যয়ে একটি চালের সাইলো নির্মাণ কাজের অনুমোদন দিয়েছে এই মন্ত্রিসভা কমিটি। বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাবের নীতিগত অনুমোদন দেয়া হয়। সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে অনুমোদিত ক্রয় প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহিদা আক্তার।
বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, আজকে (বুধবার) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৫তম এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য ২টি এবং ক্রয় কমিটির অনুমোদনের জন্য ১০টি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। ক্রয় প্রস্তাবনাগুলোর মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ২টি, খাদ্য মন্ত্রণালয়ের ২টি, নৌপরিবহন মন্ত্রণারয়ের ২টি, বিদ্যুৎ বিভাগের ১টি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ১টি, জননিরাপত্তা বিভাগের ১টি এবং বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের ১টি প্রস্তাবনা ছিল। ক্রয়-কমিটির অনুমোদিত ৯টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ৮ হাজার ৭৮৪ কোটি ২৮ লাখ ৪৩ হাজার ৯৩ টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি হতে ব্যয় হবে ২ হাজার ৫১৮ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪৯০ টাকা এবং দেশীয় ব্যাংক ও বিশ্বব্যাংক ঋণ ৬ হাজার ২৬৫ কোটি ৯৯ লাখ ৬৩ হাজার ৬০৩ টাকা।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহিদা আক্তার সাংবাদিকদের জানান, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে স্বাস্থ্য সেবা বিভাগ চীন থেকে করোনাভাইরাসের টিকা সংগ্রহের একটি প্রস্তাব উপস্থাপন করলে কমিটি তাতে অনুমোদন দিয়েছে। প্রস্তাবটি হচ্ছে জনস্বাস্থ্য সংরক্ষণ ও করোনা সংক্রমণ রোধে জরুরি বিবেচনায় চীনের তৈরি সার্স-কোভ-টু ভ্যাকসিন সরাসরি ক্রয় পদ্ধতিতে ক্রয়ের প্রস্তাব। প্রস্তাবটি নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। এটা ভ্যাকসিন ক্রয়ের একটি প্রস্তাব। এটা সিনোফার্মের ভ্যাকসিন। এখানে কী পরিমাণ, কতো দিনের মধ্যে আনা হবে এসব কিছু বলা হয়নি। শুধুমাত্র চীনের সিনোফার্ম থেকে সার্স-কোভ-টু ভ্যাকসিন প্রয়োগের প্রস্তাব ওষুধ প্রশাসন অধিদফতর স্বীকৃতি দিয়েছে। সে পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য সেবা বিভাগ চীন থেকে টিকা সংগ্রহ করার অনুমোদন দিয়েছে। কী পরিমাণ সংগ্রহ করা হবে এবং কত টাকা লাগবে সেটা জানা যাবে যখন এ সংক্রান্ত ক্রয় প্রস্তাব কমিটির সভায় উপস্থাপন হবে।’
গত ১১ মে স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, ‘আমরা চীন থেকে ৪ থেকে ৫ কোটি ভ্যাকসিন সংগ্রহ করবো। ইত্যোমধ্যে আমরা তাদের কাছে চাহিদাপত্র পাঠিয়েছি।’ এছাড়া গত ১২ মে চীন থেকে উপহার হিসেবে করোনা ভাইরাসের ৫ লাখ ডোজ টিকা বাংলাদেশে এসেছে।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহিদা আক্তার সাংবাদিকদের জানান, স্বাস্থ্যসেবা বিভাগের অধীন সিএমএসডি কর্তৃক কোভিড-১৯ সংক্রমিত রোগীর ব্যবহারের জন্য ৪০টি অক্সিজেন জেনারেটর সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ক্রয়ের নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী দেশ ভারতের করোনা পরিস্থিতির ভয়াবহ অভিজ্ঞতায় অক্সিজেন সংকট এবং অক্সিজেনের নিরবচ্ছিন্ন সরবরাহের বিষয়টি প্রাধান্য পাচ্ছে। দেশটিতে শুধু অক্সিজেনের অভাবে প্রতিদিন মৃত্যুর সংখ্যা বাড়ছে। ভারত সরকারও অক্সিজেনের জোগান দিতে পারছে না। ভারতের এই পরিস্থিতিও বিবেচনায় রাখছে সরকার। এ জন্য দেশের করোনাভাইরাসের পরিস্থিতি বিবেচনায় ৪০টি অক্সিজেন জেনারেটর কিনছে সরকার। সময় স্বল্পতার কারণে জরুরি ভিত্তিতে সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব জেনারেটর কেনা হবে।
জানা গেছে, জরুরি পরিস্থিতিতে বড় আকারের ব্যয়বহুল অক্সিজেন প্লান্টের বিকল্প হিসেবে ৪০টি অক্সিজেন জেনারেটর কাস্টম শুল্কাদি, ভ্যাট, আয়কর, অভ্যন্তরীণ পরিবহন খরচ ইত্যাদিসহ বাংলাদেশি মুদ্রায় প্রাক্কলিত এয়ারফ্রেইট চার্জসহ ৯২ কোটি ৬ লাখ ২৮ হাজার ৩৭০ টাকার প্রয়োজন হবে। অক্সিজেন জেনারেটর ক্রয়ের বাজেট বরাদ্ধের বিষয়ে অর্থবিভাগ থেকে আশ্বাস পাওয়া গেছে বলে সংশ্লিষ্টরা জানান।
অতিরিক্ত সচিব ড.শাহিদা আক্তার সাংবাদিকদের জানান, নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন পায়রা বন্দর কর্তৃপক্ষ কর্তৃক ‘পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেইন্টেনেন্স ড্রেজিং’ এর ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। প্রকল্পটি বাস্তবায়ন করবে বেলজিয়ামভিত্তিক ড্রেজিং কোম্পানি জ্যান ডি নুল (জেডিএন)। এতে ব্যয় হবে ৫ হাজার ৬২৯ কোটি ১৮ লাখ টাকা। বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন কর্তৃক চারটি কোস্টাল প্যাসেঞ্জার ভ্যাসেল সরবরাহ ও নির্মাণ কাজের ক্রয় প্রস্তাবেও অনুমোদন দিয়েছে কমিটি। কর্ণফুলী শিপ বিল্ডার্স লি., চট্রগ্রাম প্যাসেঞ্জার ভ্যাসেল গুলো সরবরাহ করবে। এতে ব্যয় হবে ২৩০ কোটি ৯৪ লাখ ৯৫ হাজার ৮৫০ টাকা। শাহিদা আক্তার সাংবাদিকদের জানান, খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদফতর কর্তৃক ‘মডার্ন ফুড স্টোরেজ ফ্যাসিলিটিজ (এমএফএসপি)’ প্রকল্পের প্যাকেজ নম্বর ডব্লিউ-২১ -এর আওতায় বরিশাল এলাকায় ১টি ‘স্টিল সাইলো ফর রাইস’ স্থাপনের কাজের প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। প্রকল্পটি যৌথভাবে (১) কনফিডেন্স ইনফাস্ট্রাকচার লিমিটেড এবং (২) দি জিএসআই গ্রুপ এলএলসি, ইউএসএ বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ৩৩০ কোটি ৮৬ লাখ ১৫ হাজার ৮২২ টাকা। অতিরিক্ত সচিব জানান, খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদফতর কর্তৃক ‘মডার্ন ফুড স্টোরেজ ফ্যাসিলিটিজ (এমএফএসপি)’ প্রকল্পের প্যাকেজ নম্বর জিডি-২৭ এ -এর আওতায় বাংলাদেশের সব খাদ্য গুদামে সফটওয়্যার স্থাপন, ডেটা সেন্টার স্থাপন, ইন্টারনেট কানেকশন, মনিটরিং সিস্টেম স্থাপন এবং সফটওয়্যার সংশ্লিষ্ট যন্ত্রপাতি সরবরাহ কাজের একটি প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ২৬১ কোটি ৭০ লাখ ৭৬ হাজার ৬০৯ টাকা। যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করবে (১) বেঙ্মিকো কম্পিউটার্স লিমিটেড, (২) বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (৩) টেক মহিন্দ্র লিমিটেড, ইন্ডিয়া, এবং (৪) টেক ভ্যালি নেটওয়ার্কস লিমিটেড।
১১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
সিনোফার্মের টিকা সরাসরি ক্রয়ের অনুমোদন
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত : ১২:০১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
- 53
ট্যাগ :
জনপ্রিয়




















