ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বৃহস্পতিবার কোম্পানিটির দর ২ টাকা ৯০ পয়সা বা ৮.০৩ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার কোম্পানিটি সর্বশেষ ৩৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ২৯৫ বারে ১৬ লাখ ৩৯ হাজার ৬০০টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৬৭ লাখ টাকা। লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ব্যাংক লিমিটেড। বৃহস্পতিবার কোম্পানিটির দর ১ টাকা ৯০ পয়সা বা ৭.৩১ শতাংশ কমেছে। প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির দর ৪ টাকা ৪০ পয়সা বা ৭.০৪ শতাংশ কমেছে। লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা কনডেন্সড মিল্ক, ইস্টার্ন ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ফ্যাস ফিন্যান্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ও ব্রাক ব্যাংক লিমিটেড।




















