ভারতের পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১৩ মাওবাদী নিহত হয়েছেন। ভারতীয় গণমাধ্যম শুক্রবার সকালে মহারাষ্ট্রে গড়চিরৌলির এটাপল্লি জঙ্গলে অভিযান চালায় মহারাষ্ট্র পুলিশের সি-৬০ ইউনিটের জওয়ানরা। এ সময় এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে বলে দাবি করে মহারাষ্ট্র পুলিশ। এনডিটিভির জানায়, মহারাষ্ট্র পুলিশের দাবি, এটা পল্লির জঙ্গলে ভোর সাড়ে ৫টায় ঢুকতেই জওয়ানদের লক্ষ্যে করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা জবাব দেয় পুলিশও। দু’পক্ষের মধ্যে গোলাগুলি হয় বেশকিছু সময়। পরে ১৩ মাওবাদীর মরদেহ উদ্ধার করা হয়। পরে তল্লাশি চালিয়ে প্রেসার কুকার বোমা, তিনশ’র বেশি কার্তুজ, ম্যাগাজিন, বেশই কিছু নথি এবং বই উদ্ধার করে পুলিশ। বর্তমানে ওই এলাকা ঘিরে রাখা হয়েছে। গত সপ্তাহেও গড়চিরৌলিতে পুলিশ এবং মাওবাদীদের মধ্যে গুলির লড়াইয়ে দুই মাওবাদী নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।
০৬:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
মহারাষ্ট্রে ‘বন্দুকযুদ্ধে’ ১৩ মাওবাদী নিহত
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত : ১২:০১:১২ পূর্বাহ্ন, শনিবার, ২২ মে ২০২১
- 54
ট্যাগ :
জনপ্রিয়




















