সারা দেশে করোনার ঊর্ধ্বমুখী পরিস্থিতিতে ৪৯ দিন বন্ধ থাকার পর লালমনিরহাট রেলস্টেশন থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছে ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনটি। স্বাস্থ্যবিধি মেনে ট্রেনের বগিগুলোতে এক সিট ফাঁকা রেখে যাত্রী বসানো হয়েছে। সোমবার (২৪ মে) নির্ধারিত সময় সকাল ১০টায় ২০মিনিটে লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে ঢাকা-কমলাপুরের উদ্দেশে যাত্রা শুরু করে ট্রেনটি। এদিকে অনেক যাত্রী অনলাইনে টিকিট না পেয়ে ফেরত চলে গেছেন।
এর আগে রোববার (২৩ মে) স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলাচলের ঘোষণা দিয়েছে সরকার। এমন ঘোষণার পর লালমনিরহাটে রেলস্টেশন ও ট্রেনের বগি ধোয়া-মোছা, টিকিট বিক্রি ও ট্রেন ট্রায়াল সম্পন্ন করেছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, সারা দেশে করোনার ঊর্ধ্বমুখী পরিস্থিতিতে সরকার ঘোষিত লকডাউনে ৫ এপ্রিল থেকে যাত্রীবাহী সব ট্রেন বন্ধ ছিল। এতে রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় রুটের ১৪ জোড়া ট্রেন চলাচল বন্ধ থাকে। অবশেষে দীর্ঘ ৪৯ দিন পর সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে প্রথম পর্যায়ে কয়েকটি আন্তঃনগর ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেয় সরকার। রোববার রাত ৯টা থেকে যাত্রীদের সুরক্ষার জন্য অনলাইনের মাধ্যমে টিকিট বিক্রি করা হয়। সেখানেও নির্ধারণ করে দেয়া হয় শারীরিক দূরত্ব। চাহিদা থাকলেও স্বাস্থ্যবিধির কারণে পুরো ট্রেনটি অর্ধেক যাত্রী নিয়ে যাত্রা শুরু করে। এ ছাড়া রেলওয়ে প্ল্যাটফর্ম গেটে প্রবেশের আগে ডিজিটাল থার্মোমিটারে তাপমাত্রা পরিমাপ ও শতভাগ মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়।
যাত্রী আকমল হোসেন বলেন, ‘ট্রেন চলবে শুনে রাতেই অনলাইনে ২টি- টিকিট কেটে নিয়েছি। স্বাস্থ্যবিধি মেনে আমার স্ত্রী অন্য সিটে আমি অন্য সিটে বসে ঢাকায় যাচ্ছি।
যাত্রী বিমল বলেন, ট্রেন চলার খবর শুনে আমি তরিগরি করে রাতেই অনলাইনে ৪টি-টিকিট কেটে নিয়েছি, আজ অনেক দিন পর আমার কর্মস্হলে যোগ দেয়ার জন্য যাচ্ছি। ট্রেনে স্বাস্থ্যবিধি মেনে আমার স্ব-পরিবার ঢাকা যাচ্ছি।
ট্রেনচালক জহুরুল হক বলেন, দীর্ঘ ৪৯ দিন পর ট্রেন নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করছি। আজ অনেক ভালো লাগছে যে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছি। ঢাকা যাওয়া অনেক যাত্রীর কষ্ট লাঘব হলো।
লালমনিরহাট রেলওয়ে ট্রাফিক বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিএস) আনিসুর রহমান জানান,
টিকেট কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না। অনলাইনে ধারণ ক্ষমতার অর্ধেক সিটের টিকেট বিক্রি করা হবে। সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলাচল করবে। তিনি আরও বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী আজ থেকে রেল স্টেশন প্লাটফর্ম ও ট্রেনের কামরাতে রেলওয়ে স্টাফ, জিআরপি পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা স্বাস্থ্যবিধি মনিটরিং করবে।লালমনিরহাট রেলওয়ে (ডিটিএস) অফিসের বড় বাবু-হাসিবুর রহমান বলেন, অনেকদিন থেকে বসে থাকায় শারীরিক ও মানসিক সমস্যায় পড়েছি। আজ থেকে ট্রেন চলাচল শুরু হবে এই খবরে আমরা স্টাফরা খুশি। আবারও কর্মচঞ্চলতার মধ্য দিয়ে আমাদের সময় পার হবে বলে আমি মনে করি। এ ব্যাপারে আমরা প্রস্তুত রয়েছি। আমাদের রেলওয়ে বিভাগীয় ট্রাফিক পরিবহন কর্মকর্তা (ডিটিএস) আনিসুর রহমানের নির্দেশ মোতাবেক স্টেশন এলাকায় ট্রেন চলাচলের জন্য ট্রায়াল দেওয়া হয়েছে ট্রেনগুলো ধোয়া-মোছার কাজ সম্পূর্ণ হয়েছে।
বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় রেল সুপার রেজাউল করিম বলেন, সরকারি নির্দেশনা মেনে অনলাইনে টিকিট বিক্রি করে লালমনি এক্সপ্রেস যাত্রা শুরু করেছে। অনলাইনে টিকিট বিক্রির কারণে কতজন ট্রেনযাত্রী ঢাকার উদ্দেশে রওনা করেছে তা আমার জানা নেই।
লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ডিআরএম শাহ সুফী নুর মোহাম্মদ বলেন, সীমিত আকারে ট্রেন চলাচল শুরু হয়েছে। ৪ জোড়া আন্তনগর ও লালমনি এক্সপ্রেস ট্রেন চালু হয়েছে।