চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, শাহজাদপুর, এবং হোমনায় বৃষ্টির সময় বজ্রপাতে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু হয়েছে।
আজকের বিজনেস বাংলাদেশ প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-
চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিন শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। আড়াইটা থেকে ৩টার মধ্যে বৃষ্টির সময় বজ্রপাত ঘটলে তাদের মৃত্যু হয়। মারা যাওয়া ব্যক্তিরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নামোহড়মা গ্রামের এনামুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৭), একই উপজেলার সুন্দরপুর সাবানিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে আল আমিন (১২) এবং গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার হুজরাপুর মহল্লার বিপ্লবের মেয়ে খুশি খাতুন (১২) ও লালকোপড়া গ্রামের নাজমুল ইসলামের মেয়ে সাদিয়া (১০)।সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মৌদুদ আলম খাঁ জানান, নিহতদের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষে থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
শাহজাদপুর :
সিরাজগঞ্জের শাহজাদপুরে বজ্রপাতে নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার কায়েমপুর ইউনিয়নের চিথুলিয়া ও গালা ইউনিয়নের পাড়া দুগালি গ্রামে এ ঘটনা ঘটে। এদিন বিকেলে বৃষ্টির সময় বজ্রপাত ঘটলে চিথুলিয়া গ্রামের আজগর আলীর পুত্র হাসেম আলী (২৬) ও পাড়া দুগালি গ্রামের আজম ব্যাপারীর পুত্র নবম শ্রেণি ছাত্র আজমল হোসেন (১৪) মারা যান। এছাড়া মেয়ের বাড়ি থেকে ফেরার পথে চিথুলিয়া গ্রামের ছোরমান আলীর স্ত্রী সাকেরা খাতুন (৫৫) বজ্রপাতে মারা যান।
হোমনা :
কুমিল্লার হোমনা উপজেলার কাটালিয়া নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছেন দুই জেলে, আহত হয়েছেন আরও দুই জন। বজ্রপাতে ঘটনাস্থলে নিহতরা হলেন- উপজেলার মাথাভাঙা ইউনিয়নের জগন্নাথকান্দি গ্রামের আফাজ উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (৩৫) এবং নেপাল চন্দ্র দাসের ছেলে টিটু চন্দ্র দাস (১৪)। আহতরা হলেন টিটুর পিতা নেপাল চন্দ্র
দাস (৭০) ও সঙ্গী অমূল্য চন্দ্র দাস (৪৬); তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিরুল হকের সহায়তায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে
একজনকে বাড়ি এবং অপর জনকে উন্নত চিকিতসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে এগারোটার দিকে হতাহতের এই ঘটনা ঘটে। চেয়ারম্যান নাজিরুল হক বলেন, ‘জেলেরা ঝড় বৃষ্টির মধ্যে কাঠালিয়া নদীতে মাছ ধরতে গিয়ে সোমবার রাত সাড়ে এগারোটার দিকে বজ্রপাতে হতাহত হয়েছেন। খবর পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই; এবং আহতদের একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠাই। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী নিহতদের সৎকারের ব্যবস্থা করা হবে। তাদের আবেদনের প্রেক্ষিতেই পরবর্তী হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ জানান, কাঠালিয়া নদীতে মাছ ধরতে গিয়ে দুই জন নিহত এবং দুই জন আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বজ্রপাতে নিহত ব্যক্তিদের পারিবারিকভাবেই সৎকার এবং দাফন করা হবে।