যেকোনো অনুষ্ঠানে আর্টিফিশিয়াল ফুল বা কাগজের মালার পরিবর্তে প্রাকৃতিক ফুলের ব্যবহারের আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, যেগুলো আমাদের পরিবেশ ও শরীরের জন্য ক্ষতিকর সেগুলোর ব্যবহার আমরা কেন করব? আমরা পরিবেশের ভারসাম্য বজায় রাখে এমন প্রাকৃতিক জিনিসই ব্যবহার করব সবাই। বুধবার রাজধানীর শ্যামপুরে সেন্ট্রাল প্যাকিং হাউজে ‘ইউরোপে পান রফতানির’ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। কৃষিমন্ত্রী বলেন, আমাদের রফতানির বড় উৎস পোশাকখাত (আরএমজি)। আমরা দেশের কৃষিখাতকে এগিয়ে নিতে চাই। অচিরেই রফতানিতে বড় ভূমিকা রাখবে কৃষি। জাপান ইতোমধ্যে আমাদের ওল কচু, আম, মিষ্টি আলু আমদানির প্রস্তাব দিয়েছে। এর মধ্যে মিষ্টি আলু রফতানি শুরু হয়েছে। আমাদের পাটখড়ির ছাই রফতানি হচ্ছে চীনে। তিনি আরও বলেন, থাইল্যান্ড পোল্ট্রি শিল্প থেকে বড় ধরনের বৈদেশিক মুদ্রা অর্জন করছে। এ খাতে আমাদেরও সম্ভাবনা আছে। আমাদের পরে স্বাধীনতা লাভ করেছে ভিয়েতনাম অথচ তারা শুধু কৃষিতেই ৪০ বিলিয়ন ডলারের সবজি রফতানি করে। আমাদের সে সম্ভাবনা কাজে লাগাতে হবে। হিট ট্রিটমেন্টের মাধ্যমে সবজি ও আম রফতানি করা যাবে নিরাপদে। নিরাপদ ফল ও সবজি রফতানিতে হিট ট্রিটমেন্ট প্ল্যান্ট এগিয়েছে, তবে করোনা পরিস্থিতির কারণে অনেকটা পিছিয়েছি। কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মো. ইউসুফের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ব্যবসায়ী, কৃষক ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন।
০৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
আর্টিফিশিয়াল নয়, প্রাকৃতিক ফুল ব্যবহার করুন : কৃষিমন্ত্রী
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত : ১২:০১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
- 51
ট্যাগ :
জনপ্রিয়




















