০৬:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

দুয়ারে বর্ষা

বৈশাখ পেরিয়ে জ্যৈষ্ঠের ১৮ দিন। দীর্ঘদিন তাপদাহে পোড়া নগরবাসীর সকালের ঘুম ভাঙলো হালকা শীত ও বৃষ্টির শব্দে। মুহূর্তেই সামাজিক যোগাযোগের মাধ্যমে শুরু হয়ে গেল বৃষ্টি-বন্দনা। কেউ বলছে, খিচুড়ি হবে, কেউ খুঁজছে প্রিয়তমা। কবিগুরুর সঙ্গে কণ্ঠ মিলিয়ে কেউ জানালেন আহ্বান, আজ তোরা যাস নে ঘরের বাহিরে। বর্ষার আগমনী বার্তা নিয়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু তরী ভিড়িয়েছে টেকনাফ উপকূলে, সেইসঙ্গে পূবালী বাতাস মিলে সকালে রাজধানীতে ঝরলো ৮৫ মিলিমিটার বৃষ্টি। মঙ্গলবার সকাল ছয়টা থেকে নয়টার পর্যন্ত এই ভারী বর্ষণে রাজধানীর অনেক এলাকায় তলিয়ে গেছে পানির নিচে। আবহাওয়া অফিস বলছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু টেকনাফ উপকূলে চলে আসলেও এই বৃষ্টি সেই প্রভাবে নয়। তবে আগামী এক সপ্তাহের মধ্যেই বর্ষার বাতাস ছড়িয়ে পড়বে পুরো দেশে। সেক্ষেত্রে এতোদিন ধরে চলা তাপপ্রবাহের অবসান হতে চলেছে। তাপমাত্রাও কমে আসবে দুই’এক ডিগ্রি সেলসিয়াস। জানা গেছে, মেঘলা আকাশ ও বৃষ্টি চলবে আজ ও আগামীকাল বুধবার। বৃহস্পতিবার থেকে বৃষ্টির প্রবণতা দুয়েকদিনের জন্য কমলেও তারপরই মৌসুমী বায়ু প্রভাব বিস্তার করতে শুরু করবে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

ট্যাগ :
জনপ্রিয়

কুমিল্লায় শতাধিক মাল্টিমিডিয়া সংবাদকর্মীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

দুয়ারে বর্ষা

প্রকাশিত : ১২:০১:১১ পূর্বাহ্ন, বুধবার, ২ জুন ২০২১

বৈশাখ পেরিয়ে জ্যৈষ্ঠের ১৮ দিন। দীর্ঘদিন তাপদাহে পোড়া নগরবাসীর সকালের ঘুম ভাঙলো হালকা শীত ও বৃষ্টির শব্দে। মুহূর্তেই সামাজিক যোগাযোগের মাধ্যমে শুরু হয়ে গেল বৃষ্টি-বন্দনা। কেউ বলছে, খিচুড়ি হবে, কেউ খুঁজছে প্রিয়তমা। কবিগুরুর সঙ্গে কণ্ঠ মিলিয়ে কেউ জানালেন আহ্বান, আজ তোরা যাস নে ঘরের বাহিরে। বর্ষার আগমনী বার্তা নিয়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু তরী ভিড়িয়েছে টেকনাফ উপকূলে, সেইসঙ্গে পূবালী বাতাস মিলে সকালে রাজধানীতে ঝরলো ৮৫ মিলিমিটার বৃষ্টি। মঙ্গলবার সকাল ছয়টা থেকে নয়টার পর্যন্ত এই ভারী বর্ষণে রাজধানীর অনেক এলাকায় তলিয়ে গেছে পানির নিচে। আবহাওয়া অফিস বলছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু টেকনাফ উপকূলে চলে আসলেও এই বৃষ্টি সেই প্রভাবে নয়। তবে আগামী এক সপ্তাহের মধ্যেই বর্ষার বাতাস ছড়িয়ে পড়বে পুরো দেশে। সেক্ষেত্রে এতোদিন ধরে চলা তাপপ্রবাহের অবসান হতে চলেছে। তাপমাত্রাও কমে আসবে দুই’এক ডিগ্রি সেলসিয়াস। জানা গেছে, মেঘলা আকাশ ও বৃষ্টি চলবে আজ ও আগামীকাল বুধবার। বৃহস্পতিবার থেকে বৃষ্টির প্রবণতা দুয়েকদিনের জন্য কমলেও তারপরই মৌসুমী বায়ু প্রভাব বিস্তার করতে শুরু করবে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।