আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, সব উন্নত দেশ ও পার্শ্ববর্তী ভারতের তুলনায় আমাদের বাজেটে ঘাটতি অনেক কম। বাংলাদেশের বাজেট বাস্তবায়নের হার হচ্ছে ৯৫ শতাংশ। কোন কোন বছরে এটা ৯৮ শতাংশ। শুক্রবার মিন্টু রোডে তার সরকারি বাসভবনে বাজেট পরবর্তী প্রতিক্রিয়া ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, প্রতিবছর যখন বাজেট পাসের পরই বিএনপিসহ কিছু তথাকথিত সংগঠন এর বিরোধিতা করে সমালোচনায় লিপ্ত থাকে। তারা বাজেট ঘাটতির কথা বলছেন। তাই যদি হয় তবে বিগত ১২ বছরে বাংলাদেশে কীভাবে এগিয়ে গেল? বাংলাদেশের মাথাপিছু আয় কীভাবে দুই হাজার ৭০০ ডলারে উন্নতি হলো? তিনি বলেন, যুক্তরাষ্ট্রে বাজেটের ঘাটতি হচ্ছে ১৫ দশমিক ২ শতাংশ, ইউকেতে বাজেটের তুলনায় ঘাটতি হচ্ছে ১৪ দশমিক ৩ শতাংশ, ভারতের ২০২০-২১ অর্থবছরের বাজেটের ঘাটতি ছিল ৯ দশমিক ৩ শতাংশ, জাপানে ১২ দশমিক ৬২ শতাংশ। আর আমাদের যে বাজেট পেশ করা হয়েছে সেই বাজেটে ঘাটতি ৬ দশমিক ২ শতাংশ। সব উন্নত দেশ ও পার্শ্ববর্তী দেশ ভারতের তুলনায় আমাদের বাজেটে ঘাটতি অনেক কম। ড. হাসান মাহমুদ বলেন, মির্জা ফখরুল সাহেবরা না এইসব দেখেন না। বিএনপির বক্তব্য হচ্ছে- কাকাতুয়ার শেখানো বুলি মতো। কাকাতুয়া যেমন শেখানো বুলি বলে; সে রকমই তাদের বক্তব্য। প্রতিবছর বাজেটের পর বিএনপি একই বক্তব্য দেয়।
০১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
উন্নত দেশের তুলনায় বাংলাদেশের বাজেটে ঘাটতি অনেক কম: তথ্যমন্ত্রী
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত : ১২:০০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১
- 68
ট্যাগ :
জনপ্রিয়




















