০৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

মহামারিতে হজের পরিকল্পনা জানাল সৌদি

এবারের হজ ব্যবস্থাপনা পরিকল্পনায় করোনা মহমারিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সৌদি আরব। রোববার দেশটির তথ্য ও সংবাদমাধ্যম বিষয়ক মন্ত্রী ড. মাজিদ আল কাসাবি এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে কাসাবি বলেন, ‘গত বছর থেকে বিশ্বজুড়ে করোনা মহামারি দেখা দিয়েছে। সম্প্রতি এর কয়েকটি ধরন (ভ্যারিয়েন্ট) বা প্রজাতি শনাক্ত হয়েছে, যেগুলো মূল ভাইরাসের চেয়েও অনেক বেশি সংক্রামক ও প্রাণহানিকর।’এবারের হজ ব্যবস্থাপনা পরিকল্পনায় করোনা মহামারিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। মহামারিকে কেন্দ্রে রেখেই চলতি বছরের পরিকল্পনা সাজানো হবে। আমরা কখনও চাই না, হজের উপলক্ষ্যে সৌদি আরব করোনার এপিসেন্টারে (সংক্রমণকেন্দ্র) পরিণত হোক, কিংবা হজ শেষে পৃথিবীজুড়ে সংক্রমণ পরিস্থিতির অবনতি হোক।’ সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী আন্ডারসেক্রেটারি হিশাম আব্দুলমোমেন সায়ীদ রোববার পৃথক এক সংবাদ সম্মেলনে জানান, মক্কার কাবা শরীফে হাজীদের ভিড় নিয়ন্ত্রণে এ বছর গ্রুপভিত্তিক সময় নির্ধারণ (টাইম স্লট) করা হবে। তিনি আরও জানান, সৌদি আরবের তথ্য ও আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স কর্তৃপক্ষ সম্প্রতি এৎমারনা নামে একটি অ্যাপ প্রস্তুত করেছে। হজ্জযাত্রী বা হাজীদের সবাইকে এই অ্যাপের মাধ্যমে তাদের নির্ধারিত টাইম স্লট জানিয়ে দেওয়া হবে। তাছাড়া হাজীদের শারিরীক অবস্থারও সার্বক্ষনিক তথ্য নিতে থাকবে এই অ্যাপটি। ফলে কেউ করোনা পজিটিভ শনাক্ত হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে পারবে সরকার।

সংবাদ সম্মেলনে হিশাম আব্দুলমোমেন সায়ীদ বলেন, ‘এৎমারনা অ্যাপটির মাধ্যমে এবারের হজ্জ পরিকল্পনায় দেশের হজ্জ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, কাবা শরীফ ও মসজিদুন্নবি— এই দুই মসজিদের কর্তৃপক্ষসহ বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন এবারের হজ্জ ব্যবস্থাপনা পরিকল্পনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। ‘আমরা আশা করছি, হজ্জের পর বিশ্বে করোনা পরিস্থিতির অবনতি ঘটবে না।’ সূত্র: খালিজ টাইমস

ট্যাগ :
জনপ্রিয়

মোংলা বন্দরের প্রত্যক্ষ সহযোগীতায় শ্রমিকদের ২৬ শতাংশ মজুরি বৃদ্ধি

মহামারিতে হজের পরিকল্পনা জানাল সৌদি

প্রকাশিত : ১২:০০:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১

এবারের হজ ব্যবস্থাপনা পরিকল্পনায় করোনা মহমারিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সৌদি আরব। রোববার দেশটির তথ্য ও সংবাদমাধ্যম বিষয়ক মন্ত্রী ড. মাজিদ আল কাসাবি এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে কাসাবি বলেন, ‘গত বছর থেকে বিশ্বজুড়ে করোনা মহামারি দেখা দিয়েছে। সম্প্রতি এর কয়েকটি ধরন (ভ্যারিয়েন্ট) বা প্রজাতি শনাক্ত হয়েছে, যেগুলো মূল ভাইরাসের চেয়েও অনেক বেশি সংক্রামক ও প্রাণহানিকর।’এবারের হজ ব্যবস্থাপনা পরিকল্পনায় করোনা মহামারিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। মহামারিকে কেন্দ্রে রেখেই চলতি বছরের পরিকল্পনা সাজানো হবে। আমরা কখনও চাই না, হজের উপলক্ষ্যে সৌদি আরব করোনার এপিসেন্টারে (সংক্রমণকেন্দ্র) পরিণত হোক, কিংবা হজ শেষে পৃথিবীজুড়ে সংক্রমণ পরিস্থিতির অবনতি হোক।’ সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী আন্ডারসেক্রেটারি হিশাম আব্দুলমোমেন সায়ীদ রোববার পৃথক এক সংবাদ সম্মেলনে জানান, মক্কার কাবা শরীফে হাজীদের ভিড় নিয়ন্ত্রণে এ বছর গ্রুপভিত্তিক সময় নির্ধারণ (টাইম স্লট) করা হবে। তিনি আরও জানান, সৌদি আরবের তথ্য ও আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স কর্তৃপক্ষ সম্প্রতি এৎমারনা নামে একটি অ্যাপ প্রস্তুত করেছে। হজ্জযাত্রী বা হাজীদের সবাইকে এই অ্যাপের মাধ্যমে তাদের নির্ধারিত টাইম স্লট জানিয়ে দেওয়া হবে। তাছাড়া হাজীদের শারিরীক অবস্থারও সার্বক্ষনিক তথ্য নিতে থাকবে এই অ্যাপটি। ফলে কেউ করোনা পজিটিভ শনাক্ত হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে পারবে সরকার।

সংবাদ সম্মেলনে হিশাম আব্দুলমোমেন সায়ীদ বলেন, ‘এৎমারনা অ্যাপটির মাধ্যমে এবারের হজ্জ পরিকল্পনায় দেশের হজ্জ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, কাবা শরীফ ও মসজিদুন্নবি— এই দুই মসজিদের কর্তৃপক্ষসহ বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন এবারের হজ্জ ব্যবস্থাপনা পরিকল্পনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। ‘আমরা আশা করছি, হজ্জের পর বিশ্বে করোনা পরিস্থিতির অবনতি ঘটবে না।’ সূত্র: খালিজ টাইমস