০১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

১১তম দ্বিবার্ষিক সভার মাধ্যমে আইআইইউসির ২৫ বছর পুর্তি উৎসব পালন

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর বোর্ড অব ট্রাস্টিজের ১১তম দ্বিবার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। গত ২৯ ও ৩০ অক্টোবর রোজ শনিবার ও রবিবার আইআইইউসির ১১ তম দ্বিবার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। প্রথম দিন হোটেল রেডিসন বøুতে সাধারণ সভার প্রথম অধিবেশন এবং দ্বিতীয় দিন গলফ ক্লাবে সাধারণ সভার সমাপনী অধিবেশন সম্পন্ন হয়েছে। ১১তম দ্বিবার্ষিক সভার সভাপতিত্ব করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার ও বোর্ড অব ট্রাস্টিজের জেনারেল এসেম্বলির প্রেডিসডেন্ট প্রফেসর ড. আব্দুল্লাহ আব্দুল আজিজ আল-মুসলিহ, জেনারেল সেক্রেটারি, ইসলামিক কাউন্সিল ফর দাওয়াহ অ্যান্ড রিলিফ, কায়রো, মিশর।

আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি, ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দীন মুহাম্মদ ও অন্যান্য সদস্যবৃন্দ, ভিসি প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, প্রোভিসি প্রফেসর ড. মাসরুরুল মওলা, ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবীর, কন্ট্রোলার অব এক্সাম প্রফেসর ড. গিয়াস উদ্দিন হাফিজ, রেজিস্ট্রার এ.এফ.এম আখতারুজ্জামান (কায়সার)সহ বিদেশী সদস্যবৃন্দ।

বিদেশী সদস্যদের মধ্যে সাধারণ সভায় উপস্থিত ছিলেন তারা হলেন: মহামান্য ইউসুফ আজিচ্ছা, ডিপুটি স্পিকার, আলজেরিয়া; মহামান্য ডিপুটি এডুকেশন মিনিস্টার ইঞ্জিনিয়ার আব্দি ফাতাহ ইসাক মোহাম্মদ, সোমালিয়া; মহামান্য ড. আব্দুল্লাহ রাশেদ আহমেদ, শিক্ষামন্ত্রী, মালদ্বীপ; ইনিঞ্জনিয়ার বদর সৌদ আল সুমাইত, ডিরেক্টার জেনারেল ইন্টারন্যাশনাল ইসলামিক চ্যারিটেবল অর্গানাইজেশন (আইআইসিও), কুয়েত; নুর আল দীন মুহাম্মদ আব্দুল ওয়ারিস, প্রতিনিধি, রিলিজিয়াস অ্যাফেয়ার্স, মিশর; বিখ্যাত ইসলামিক স্কলার প্রফেসর ড. আকরাম নদভী, মহামান্য ড. আহমেদ আব্দুল্লাহ সুরুর আল সাব্বান, সাবেক প্রতিমন্ত্রী ইসলামিক অ্যাফেয়ার্স, সৌদি আরব; ড. আব্দুল আজিজ আল ফালেহ, ডিরেক্টর, এডুকেশন বিভাগ, ওয়ামী, সৌদি আরব; প্রফেসর ড. সামী মুহাম্মদ আস শরীফ, সাবেক মন্ত্রী, মিশর; প্রফেসর ড. আহমেদ আল বান্নানি, সাবেক অধ্যাপক, উম্মুল কুরা ইউনিভার্সিটি, সৌদি আরব; প্রফেসর ড. ইয়াকুব সিভিলেক, চেয়ারম্যান, এডুরেস একাডেমি, তুরস্ক; মি. রেজওয়ান আনসারী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, নেপাল।

সাধারণ সভায় বিশ্ববিদ্যালয়ের বার্ষিক আয় ব্যয়ের অডিট রিপোর্ট, বিশ্ববিদ্যালয়ের বিগত দিনের অর্জন, ভবিষৎ পরিকল্পনা সমূহ পেশ করা হয়। সভায় অংশগ্রহণকারী সদস্যবৃন্দ আইআইইউসির বিগত দিনের অর্জনে সন্তোষ প্রকাশ করেন। উপস্থিত সদস্যবৃন্দ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির গতিশীল নেতৃত্বের প্রশংসা করেন। সাধারণ সভার শেষ দিনে বিশ্ববিদ্যালয়ে বিদেশী ছাত্রদের স্কলারশীপ দিয়ে পড়ানো, শিক্ষক-কর্মকর্তাদের আরো বেশী সুযোগ সুবিধা, ছাত্র-ছাত্রীদের জ্ঞান গবেষণার জন্য যাবতীয় প্রচেষ্টা অব্যাহত রাখার ব্যাপারে গুরুত্বারোপ করা হয়। উল্লেখ্য গত ২৯ অক্টোবর সকালে আইআইইউসির সেন্ট্রাল অডিটরিয়ামে ২৫ বছর পুর্তি উৎসব সম্পন্ন হয়।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

১১তম দ্বিবার্ষিক সভার মাধ্যমে আইআইইউসির ২৫ বছর পুর্তি উৎসব পালন

প্রকাশিত : ০১:২৬:২৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর বোর্ড অব ট্রাস্টিজের ১১তম দ্বিবার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। গত ২৯ ও ৩০ অক্টোবর রোজ শনিবার ও রবিবার আইআইইউসির ১১ তম দ্বিবার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। প্রথম দিন হোটেল রেডিসন বøুতে সাধারণ সভার প্রথম অধিবেশন এবং দ্বিতীয় দিন গলফ ক্লাবে সাধারণ সভার সমাপনী অধিবেশন সম্পন্ন হয়েছে। ১১তম দ্বিবার্ষিক সভার সভাপতিত্ব করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার ও বোর্ড অব ট্রাস্টিজের জেনারেল এসেম্বলির প্রেডিসডেন্ট প্রফেসর ড. আব্দুল্লাহ আব্দুল আজিজ আল-মুসলিহ, জেনারেল সেক্রেটারি, ইসলামিক কাউন্সিল ফর দাওয়াহ অ্যান্ড রিলিফ, কায়রো, মিশর।

আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি, ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দীন মুহাম্মদ ও অন্যান্য সদস্যবৃন্দ, ভিসি প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, প্রোভিসি প্রফেসর ড. মাসরুরুল মওলা, ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবীর, কন্ট্রোলার অব এক্সাম প্রফেসর ড. গিয়াস উদ্দিন হাফিজ, রেজিস্ট্রার এ.এফ.এম আখতারুজ্জামান (কায়সার)সহ বিদেশী সদস্যবৃন্দ।

বিদেশী সদস্যদের মধ্যে সাধারণ সভায় উপস্থিত ছিলেন তারা হলেন: মহামান্য ইউসুফ আজিচ্ছা, ডিপুটি স্পিকার, আলজেরিয়া; মহামান্য ডিপুটি এডুকেশন মিনিস্টার ইঞ্জিনিয়ার আব্দি ফাতাহ ইসাক মোহাম্মদ, সোমালিয়া; মহামান্য ড. আব্দুল্লাহ রাশেদ আহমেদ, শিক্ষামন্ত্রী, মালদ্বীপ; ইনিঞ্জনিয়ার বদর সৌদ আল সুমাইত, ডিরেক্টার জেনারেল ইন্টারন্যাশনাল ইসলামিক চ্যারিটেবল অর্গানাইজেশন (আইআইসিও), কুয়েত; নুর আল দীন মুহাম্মদ আব্দুল ওয়ারিস, প্রতিনিধি, রিলিজিয়াস অ্যাফেয়ার্স, মিশর; বিখ্যাত ইসলামিক স্কলার প্রফেসর ড. আকরাম নদভী, মহামান্য ড. আহমেদ আব্দুল্লাহ সুরুর আল সাব্বান, সাবেক প্রতিমন্ত্রী ইসলামিক অ্যাফেয়ার্স, সৌদি আরব; ড. আব্দুল আজিজ আল ফালেহ, ডিরেক্টর, এডুকেশন বিভাগ, ওয়ামী, সৌদি আরব; প্রফেসর ড. সামী মুহাম্মদ আস শরীফ, সাবেক মন্ত্রী, মিশর; প্রফেসর ড. আহমেদ আল বান্নানি, সাবেক অধ্যাপক, উম্মুল কুরা ইউনিভার্সিটি, সৌদি আরব; প্রফেসর ড. ইয়াকুব সিভিলেক, চেয়ারম্যান, এডুরেস একাডেমি, তুরস্ক; মি. রেজওয়ান আনসারী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, নেপাল।

সাধারণ সভায় বিশ্ববিদ্যালয়ের বার্ষিক আয় ব্যয়ের অডিট রিপোর্ট, বিশ্ববিদ্যালয়ের বিগত দিনের অর্জন, ভবিষৎ পরিকল্পনা সমূহ পেশ করা হয়। সভায় অংশগ্রহণকারী সদস্যবৃন্দ আইআইইউসির বিগত দিনের অর্জনে সন্তোষ প্রকাশ করেন। উপস্থিত সদস্যবৃন্দ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির গতিশীল নেতৃত্বের প্রশংসা করেন। সাধারণ সভার শেষ দিনে বিশ্ববিদ্যালয়ে বিদেশী ছাত্রদের স্কলারশীপ দিয়ে পড়ানো, শিক্ষক-কর্মকর্তাদের আরো বেশী সুযোগ সুবিধা, ছাত্র-ছাত্রীদের জ্ঞান গবেষণার জন্য যাবতীয় প্রচেষ্টা অব্যাহত রাখার ব্যাপারে গুরুত্বারোপ করা হয়। উল্লেখ্য গত ২৯ অক্টোবর সকালে আইআইইউসির সেন্ট্রাল অডিটরিয়ামে ২৫ বছর পুর্তি উৎসব সম্পন্ন হয়।

বিজনেস বাংলাদেশ/ হাবিব