রাজধানীর বাড্ডা গুলশান ও তেজগাঁও এলাকায় র্যাব-৩ এনএসআই এবং বিটিআরসি এর যৌথ আভিযান পরিচালনায় বিটিআরসি এর লাইসেন্স ও কারিগরী গ্রহণযোগ্যতার সনদ ব্যতিত সম্পূর্ণ অবৈধভাবে স্হাপিত কলসেন্টার পরিচালনাকারী প্রতারক চক্রের মূলহোতা মোঃ কামরুজ্জামান বাপ্পি (২৯)মোঃ শিবলী আহম্মেদ (৩০)মোঃ জোবায়ের আকবর (৪৪)মোঃ মাহবুবুল আলম (২৭)মোঃ সোহানুর রহমান (২৯)মোঃ খালেদ খান রনি (৪০)ফয়েজ আহম্মেদ সজিব (২৫)মোঃ রুবেল হোসেন (২৮)কে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব-৩। গ্রেফতারকৃত আসামীদের অফিস তল্লাশী করে অবৈধ এবং বিটিআরসি এর অনুমোদন বিহীন কলসেন্টারে ব্যবহৃত বিপুল পরিমাণ টেলিযোগাযোগ সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন আইন এর (৩৫)(৫৭(৩)/৭৪ ধারা অনুযায়ী দন্ডনীয় অপরাধ করেছে বিধায় উক্ত আইনে তাদের বিরুদ্ধে বাড্ডা,গুলশান ও তেজগাও থানায় মামলা রুজু করা হয়।
বিজনেস বাংলাদেশ/ হাবিব


























