আর কয়েক ঘণ্টা পর আর্জেন্টিনা-ফ্রান্সের ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে কাতার বিশ্বকাপের। মাত্র চার বছরের ব্যবধানে পর পর দুটি বিশ্বকাপের ফাইনাল খেলতে নামছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স।
রোববার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় লুসাইল স্টেডিয়ামে ফাইনালে আর্জেন্টিনার মোকাবিলা করবে ফরাসিরা। বিশ্বকাপের শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নামার আগে স্বস্তিতে নেই ফ্রান্স। বেশ কয়েকজন ফুটবলার আক্রান্ত ফ্লু’তে। অনুশীলনও করতে পারেনি অনেকে।
তবে এতে চিন্তিত নন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। শিরোপা জিততে বেশ আত্মবিশ্বাসী তিনি। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দেশম বলেছেন, ‘ম্যাচ নিয়ে আমার নির্দিষ্ট কোনো দুশ্চিন্তা বা মাথাব্যথা নেই। যখন আপনি এমন একটি ম্যাচের জন্য প্রস্তুতি নেবেন, তখন মনোযোগটা ঠিক রাখতে হবে। অবশ্যই আমাদের লক্ষ্য থাকবে শিরোপা জেতা।’
তবে ফাইনালে আগের দিন দলের সঙ্গে দিয়েছেন দুই ডিফেন্ডার রাফায়েল ভারানে ও ইব্রাহিমা কোনাটে। এছাড়াও দলের সঙ্গে অনুশীলন করেছেন মিডফিল্ডার আদ্রিয়েন রাবিওট এবং ডিফেন্ডার দায়ত উপামেচানো। আর তাই ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে সেরা একাদশ নিয়েই মাঠে নামবে ফ্রান্স। এই ম্যাচে দলকে ৪-৩-৩ ফরমেশনে খেলাতে পারেন দিদিয়ের দেশম।
ফ্রান্সের সম্ভাব্য একাদশ: হুগো লরিস (গোলরক্ষক), হুলেস কুন্দে, রাফায়েল ভারানে, দায়ত উপামেচানো, থিও হার্নান্দেজ, আরুলিন চুয়ামেনি, অ্যান্তোনিও গ্রিজম্যান, আদ্রিয়েন রাবিও, উসমান ডেম্বেলে, অলিভার জিরু, কিলিয়ান এমবাপে।


























