আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাট করতে নেমে দারুণ একটি মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে সাত হাজার রান পূরণ করলেন তিনি। সাকিবের আগে এই কীর্তি গড়েছিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে ২৪ রান করার সঙ্গে সঙ্গেই সাত হাজারি ক্লাবে পৌঁছেন সাকিব। দেশসেরা ওপেনার তামিম সবার আগে ছাড়িয়ে গেছেন ৮ হাজার রানের গন্ডিও। বাংলাদেশের হয়ে ওয়ানডেতে ২৩৩ ইনিংসে সর্বোচ্চ ৮ হাজার ১৪৬ রান তাঁর। তামিম-সাকিবের পরই আছেন মুশফিকুর রহিম। ২৪৩ ম্যাচ খেলতে নামা মুশি ২২৭ ইনিংসে এরমধ্যে করেছেন ৬ হাজার ৯০১ রান। এই ম্যাচের আগ পর্যন্ত সাত হাজার থেকে ৯৯ রানে দূরে মিস্টার ডিপেন্ডেবল।
প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ২৫ ওভারে ৩ উইকেটে ১২৫ রান। ৪৯ বলে ৩৭ রানে ব্যাট করছেন সাকিব। তাঁর সঙ্গী তৌহিদ হৃদয় অপরাজিত আছেন ২৭ বলে ২৩ রানে। দুজনে এরই মধ্যে গড়েছেন ৪৪ রানের জুটি।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে দলীয় ৮১ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ। সাজঘরে ফিরে গেছেন অধিনায়ক তামিম ইকবাল, লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। ৯ বলে মাত্র ৩ রান করেই সাজঘরে ফিরেন তামিম। দলীয় ১৫ রানে মার্ক এডেয়ারের বলে খোঁচা দিয়ে স্লিপে ক্যাচ দেন তিনি। ২৬ রান করে বিদায় নেন লিটন দাস। লিটনের মতো সেট হয়েও ইনিংসটাকে বড় করতে পারেননি শান্ত। ৩৪ বলে ২৫ রান করে বোল্ড হয়ে গেছেন ইংলিশ বধের নায়ক।


























