বল হাতে সেরা ছন্দে ছিলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বল হাতে দাপট দেখিয়েছিলেন তাসকিন। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে পারছেন না তিনি।
দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন তাসকিন। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলার সময় চোট পেয়েছিলেন এই পেসার। সাইড স্ট্রেইনের কারণে মঙ্গলবার (৪ এপ্রিল) থেকে শুরু হওয়া টেস্টে খেলতে পারবেন না তাসকিন।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, সুস্থ হতে তাসকিনের কমপক্ষে দুই সপ্তাহ সময় লাগবে। আর তাই তাকে ছাড়ায় টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ৩ ম্যাচে ৮ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছিলেন তাসকিন।


























