বিজনেস বাংলাদেশ/ হাবিব
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টের চতুর্থ দিন শুক্রবার মাঠে নেমেছে বাংলাদেশ-আয়ারল্যান্ড। দুই অপরাজিত ব্যাটসম্যান ম্যাকব্রিন-হুমকে ফিরিয়ে ২৯২ রানে অলআউট করেন ইবাদত। আইরিশদের লিড ১৩৭। বাংলাদেশের প্রয়োজন ১৩৮। চতুর্থ দিন সকালে মাত্র ৬ রান করতে পেরেছে আয়ারল্যান্ড। ৯ ওভার ও ৩৫ মিনিট ব্যাট করে তারা। ১৩ রানে ৪ উইকে হারানোর পর ইনিংস হারের শংকা কাটিয়ে পালটা প্রতিরোধ গড়ে আয়ারল্যান্ড। সর্বোচ্চ ১০৮ রান করেন লরকান টকার। এ ছাড়া ম্যাকব্রিন ৭২ ও টেক্টর ৫৬ রান করেন। দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৪ উইকেট নেন তাইজুল। এ ছাড়া ইবাদত ৩ ও সাকিব নেন ২ উইকেট। ১টি উইকেট নেন শরিফুল ইসলাম।
চতুর্থ ওভারে ইবাদতকে নিয়ে আসেন সাকিব। দ্বিতীয় বলেই অসাধারণ এক ডেলিভারিতে এনে দেন সাফল্য। অফ স্ট্যাম্পে করা ফুলার বলে ডিফেন্স করতে চেয়েছিলেন ম্যাকব্রিন। লাভ হলো না। ব্যাট ফাঁকি দিয়ে অফ স্ট্যাম্প উপড়ে ফেলে বাংলাদেশকে ভোগানো এই ব্যাটসম্যানের। ৭১ রানে দিন শুরু করে মাত্র ১ রান যোগ করতে পেরেছেন। ১৫৬ বলে ৮টি চার ও ১টি ছয়ে ৭২ রান করেন ম্যাকব্রিন। তার আউটে ভাঙে ৭৭ বলে ২৪ রানের জুটি। ক্রিজে হুমের সঙ্গী হোয়াইট।
সংক্ষিপ্ত স্কোর :
প্রথম ইনিংস- আয়ারল্যান্ড: ২১৪/১০ (৭৭.২ ওভার) বাংলাদেশ: ৩৬৯/১০ (৮০.৩ ওভার) লিড: ১৫৫ রান
দ্বিতীয় ইনিংস-আয়ারল্যান্ড: ২৯২/১০ (১১৬ ওভার) লিড: ১৩৭


























