০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগাররা

আয়ারল্যান্ডকে অভিষেক টেস্টে হারিয়ে রেকর্ড গড়ল টাইগাররা । আয়ারল্যান্ডের বিপক্ষে এই প্রথমবার মুখোমুখি টেস্টে হয় বাংলাদেশ। বিগত ১১টি দলের বিপক্ষে অভিষেক টেস্টে মাঠে নেমে হারের মুখে পড়েতে হয়েছিল বাংলাদেশের। কিন্তু মিরপুরে রোমাঞ্চকর ম্যাচে আইরিশদের ৭ উইকেটে হারিয়ে স্বস্তির জয় তুলে নিলো সাকিব বাহিনী।

মিরপুর শের-ই বাংলা ক্রিকেটে স্টেডিয়ামে শুক্রবার, ৭ এপ্রিল আইরিশদের দেওয়া ১৩৮ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে মুশফিকুর রহিমের অপরাজিত ফিফটিতে ২৭ ওভার ১ বল খেলে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ছিল ৩৬৯ রান। আয়ারল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে করেছিল ২১৪ রান, আর দ্বিতীয় ইনিংসে ২৯২ রানে থেমেছিল আইরিশরা।

সংক্ষিপ্ত স্কোর (চতুর্থ দিন)- বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ২৭.১ ওভারে ১৩৮/৩ (লক্ষ্য ১৩৮) (মুমিনুল ২০*, মুশফিক ৫১*; তামিম ৩১, শান্ত ৪, লিটন ২৩)

আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংসে ১১৬ ওভারে ২৯২/১০ (হোয়াইট ০*; হিউম ১৪, ম্যাকব্রাইন ৭২, মা. অ্যাডায়ার ১৩; টাকার ১০৮, টেক্টর ৫৬, মুর ১৬, ক্যাম্ফার ১, বালবির্নি ৩, ম্যাককলাম ০, কমিন্স ১; তাইজুল ৪/৯০, ইবাদত ৩/৩৭)

বাংলাদেশ- প্রথম ইনিংসে ৮০.৩ ওভারে ৩৬৯/১০ (মুশফিক ১২৬, সাকিব ৮৭, মিরাজ ৫৫, লিটন ৪৩, তামিম ২১, মুমিনুল ১৭, তাইজুল ৪, শরিফুল ৪, ইবাদত ০, নাজমুল হোসেন শান্ত ০; ম্যাকব্রাইন ৬/১১৮)।

আয়ারল্যান্ড- প্রথম ইনিংসে ৭৭.২ ওভারে ২১৪/১০ (টেক্টর ৫০, ক্যাম্ফার ৩৪, মা. অ্যাডায়ার ৩২, ম্যাকব্রাইন ১৯, বালবির্নি ১৬, ম্যাককলাম ৭, কমিন্স ৫, মুর ১; তাইজুল ৫/৫৮)।

ফল: সাত উইকেটে জয়ী বাংলাদেশ।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যায় পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান

আয়ারল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগাররা

প্রকাশিত : ০২:২৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩

আয়ারল্যান্ডকে অভিষেক টেস্টে হারিয়ে রেকর্ড গড়ল টাইগাররা । আয়ারল্যান্ডের বিপক্ষে এই প্রথমবার মুখোমুখি টেস্টে হয় বাংলাদেশ। বিগত ১১টি দলের বিপক্ষে অভিষেক টেস্টে মাঠে নেমে হারের মুখে পড়েতে হয়েছিল বাংলাদেশের। কিন্তু মিরপুরে রোমাঞ্চকর ম্যাচে আইরিশদের ৭ উইকেটে হারিয়ে স্বস্তির জয় তুলে নিলো সাকিব বাহিনী।

মিরপুর শের-ই বাংলা ক্রিকেটে স্টেডিয়ামে শুক্রবার, ৭ এপ্রিল আইরিশদের দেওয়া ১৩৮ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে মুশফিকুর রহিমের অপরাজিত ফিফটিতে ২৭ ওভার ১ বল খেলে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ছিল ৩৬৯ রান। আয়ারল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে করেছিল ২১৪ রান, আর দ্বিতীয় ইনিংসে ২৯২ রানে থেমেছিল আইরিশরা।

সংক্ষিপ্ত স্কোর (চতুর্থ দিন)- বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ২৭.১ ওভারে ১৩৮/৩ (লক্ষ্য ১৩৮) (মুমিনুল ২০*, মুশফিক ৫১*; তামিম ৩১, শান্ত ৪, লিটন ২৩)

আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংসে ১১৬ ওভারে ২৯২/১০ (হোয়াইট ০*; হিউম ১৪, ম্যাকব্রাইন ৭২, মা. অ্যাডায়ার ১৩; টাকার ১০৮, টেক্টর ৫৬, মুর ১৬, ক্যাম্ফার ১, বালবির্নি ৩, ম্যাককলাম ০, কমিন্স ১; তাইজুল ৪/৯০, ইবাদত ৩/৩৭)

বাংলাদেশ- প্রথম ইনিংসে ৮০.৩ ওভারে ৩৬৯/১০ (মুশফিক ১২৬, সাকিব ৮৭, মিরাজ ৫৫, লিটন ৪৩, তামিম ২১, মুমিনুল ১৭, তাইজুল ৪, শরিফুল ৪, ইবাদত ০, নাজমুল হোসেন শান্ত ০; ম্যাকব্রাইন ৬/১১৮)।

আয়ারল্যান্ড- প্রথম ইনিংসে ৭৭.২ ওভারে ২১৪/১০ (টেক্টর ৫০, ক্যাম্ফার ৩৪, মা. অ্যাডায়ার ৩২, ম্যাকব্রাইন ১৯, বালবির্নি ১৬, ম্যাককলাম ৭, কমিন্স ৫, মুর ১; তাইজুল ৫/৫৮)।

ফল: সাত উইকেটে জয়ী বাংলাদেশ।

বিজনেস বাংলাদেশ/ হাবিব