পঞ্চাশ ওভারের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশকে তাদের ঘরের মাঠে ২৭ রানে হারিয়েছে বাংলাদেশের নারীরা। প্রথমে ব্যাট করে ১১৬ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাব দিতে নেমে ৮৯ রানেই গুটিয়ে যায় লংকানরা।
কলম্বোয় প্রথমে ব্যাট করতে নেমে ৬৮ রানেই ৯ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। তখন একশ রানের আশাও করেননি কেউ। কিন্তু শেষ উইকেট জুটিতে সালমা খাতুন ও জাহানারা আলমের দৃঢ়তায় স্কোরবোর্ডে ১১৬ রানের সংগ্রহ বাংলাদেশের। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান আসে সালমার ব্যাট থেকে। জাহানারা অপরাজিত থাকেন ১৬ রানে।১১৭ রানের ছোট লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশি বোলারদের তোপে পড়েন লংকান ব্যাটসম্যানরা। নাহিদা খাতুন-ফাহিমা আক্তারদের আগুনে বোলিংয়ে ৪৮ রানেই হারিয়ে বসে ৮ উইকেট। নবম উইকেটে ৪০ রানের জুটি গড়ে কিছুটা আশার আলো দেখালেও শেষ পর্যন্ত ব্যর্থ হয় তারা। ৮৮ রানে নবম ও আর এক রান যোগ করতে খোয়ায় শেষ উইকেট।
বাংলাদেশের হয়ে ৪ উইকেট সংগ্রহ করেন ফাহিমা। দুইটি করে উইকেট নাহিদ ও দিশা বিশ্বাসের। সালমা খাতুনের শিকার ১টি উইকেট।
চলতি সফরে স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। এ দুই সিরিজ সামনে রেখে গত ২৫ এপ্রিল সকালে শ্রীলংকার বিমান ধরেন জাহানারা আলমরা।


























