প্রথম টেস্ট ভারত দাপটের সঙ্গে জিতলেও দ্বিতীয় টেস্ট জিতে নিয়েছে বৃষ্টি। বেরসিক বৃষ্টির কারণে পোর্ট অব স্পেন টেস্ট নিষ্প্রাণ ড্রয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে।
প্রথম ম্যাচ ইনিংস ও ১৪২ রানের ব্যবধানে জিতে পূর্ণ ১২ পয়েন্ট পেয়েছিল রোহিত-কোহলিরা। কিন্তু বৃষ্টিতে দ্বিতীয় টেস্ট ড্র হওয়ায় ৪ পয়েন্ট করে ভাগাভাগি করে উভয় দল। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট জিতে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে পাকিস্তান। তাদের পয়েন্ট ১২ হলেও শতকরা হিসেবে ১০০। ভারত আছে দ্বিতীয় স্থানে। ওয়েস্ট ইন্ডিজে দুটি টেস্ট থেকে ভারতের সংগ্রহ ১২ ও ৪ পয়েন্ট। শতকরা হিসেবে ৬৬.৬৭। পয়েন্ট টেবলে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড।
পঞ্চম ও শেষ দিনে জিততে ভারতের প্রয়োজন ছিল ৮ উইকেট। আর উইন্ডিজের প্রয়োজন ছিল ২৮৯ রান। চতুর্থ দিনেই অশ্বিন যেভাবে স্বাগতিকদের চেপে ধরেছিলেন তাতে পঞ্চমদিন সম্পূর্ণ ওভার খেলা হলে ভারতের জয়ের সম্ভাবনা প্রবল ছিল।
কিন্তু এদিন ভোর থেকেই বৃষ্টি ঝড়তে থাকে। বৃষ্টির কারণে হোটেল ছাড়েনি ভারতীয় দল। কিন্তু একটা সময় আকাশ পরিষ্কার হয় এবং কোহলি-রোহিতরা দ্রুত মাঠে পৌঁছায়। বৃষ্টি থাকলেও মাঠ রেডি করতে সময় লাগে। তাতে নির্ধারিত সময়ের আগেই মধ্যাহ্ন বিরতি দেওয়া হয়। দুইদল যখন মাঠে নামতে যাবে ঠিক তখনই আবার শুরু হয় বৃষ্টি। এরপর শুধুই অপেক্ষা। অবশেষে বাংলাদেশ সময় রাত ১২টা ৪৮ মিনিটের সময় ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের পক্ষ থেকে ম্যাচ ড্র হওয়ার বিষয়টি জানানো হয়।
ম্যাচসেরা হন প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া মোহাম্মদ সিরাজ। আর প্রথম ম্যাচ জেতায় ভারত ১-০ ব্যবধানে সিরিজ জিতে নেয়।
বিজনেস বাংলাদেশ/ হাবিব

























