০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

ভিনিসিয়াসের চোট, দুশ্চিন্তায় রিয়াল

রিয়াল মাদ্রিদের কপালে আবারও চিন্তার ভাজ পড়েছে। চোটের তালিকা দীর্ঘ হচ্ছে। নতুন করে যুক্ত হয়েছেন ২৩ বর্ষী ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র। প্রায় একমাস মাঠের বাইরে থাকতে হবে এ তারকাকে।

লা লিগায় তৃতীয় ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে মাঠে নেমেছিল লস ব্লাঙ্কোস দলটি। ১-০ গোলে জয়ের ম্যাচে টানা তৃতীয় খেলায় পূর্ণ পয়েন্ট পেলেও পায়ে টান লাগে ভিনিসিয়াসের। ১৩ মিনিটে ওই চোটের পর ১৮ মিনিটে মাঠ থেকে উঠে যান তারকা ফরোয়ার্ড।

খবর, রিয়াল মাদ্রিদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে প্রায় একমাসের জন্য বিশ্রামে থাকতে হবে। সোমবার তার চোটের স্ক্যান করার পর এমন তথ্য জানিয়েছে স্প্যানিশ জায়ান্ট দলটি।

ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি মনে করছেন, ভিনিসিয়াসের চোট খুব বেশি গুরুতর নয়। অবশ্য চোট রিয়াল বস আনচেলত্তির কপালে আগেই ভাজ ফেলেছে। গোলরক্ষক থিবো কোর্ত্তয়া, ডিফেন্ডার এডের মিলিতাও দলের বাইরে। নতুন করে যুক্ত হল ভিনির নাম।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

নিজের প্রতিষ্ঠিত মসজিদে জুম্মার নামাজ পড়লেন তারেক রহমানের

ভিনিসিয়াসের চোট, দুশ্চিন্তায় রিয়াল

প্রকাশিত : ০৯:৩০:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩

রিয়াল মাদ্রিদের কপালে আবারও চিন্তার ভাজ পড়েছে। চোটের তালিকা দীর্ঘ হচ্ছে। নতুন করে যুক্ত হয়েছেন ২৩ বর্ষী ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র। প্রায় একমাস মাঠের বাইরে থাকতে হবে এ তারকাকে।

লা লিগায় তৃতীয় ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে মাঠে নেমেছিল লস ব্লাঙ্কোস দলটি। ১-০ গোলে জয়ের ম্যাচে টানা তৃতীয় খেলায় পূর্ণ পয়েন্ট পেলেও পায়ে টান লাগে ভিনিসিয়াসের। ১৩ মিনিটে ওই চোটের পর ১৮ মিনিটে মাঠ থেকে উঠে যান তারকা ফরোয়ার্ড।

খবর, রিয়াল মাদ্রিদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে প্রায় একমাসের জন্য বিশ্রামে থাকতে হবে। সোমবার তার চোটের স্ক্যান করার পর এমন তথ্য জানিয়েছে স্প্যানিশ জায়ান্ট দলটি।

ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি মনে করছেন, ভিনিসিয়াসের চোট খুব বেশি গুরুতর নয়। অবশ্য চোট রিয়াল বস আনচেলত্তির কপালে আগেই ভাজ ফেলেছে। গোলরক্ষক থিবো কোর্ত্তয়া, ডিফেন্ডার এডের মিলিতাও দলের বাইরে। নতুন করে যুক্ত হল ভিনির নাম।

বিজনেস বাংলাদেশ/বিএইচ