০৫:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

নাচে-গানে মাতালেন মাইকেল জ্যাকসনের বোন জেনেট

বেশ কিছুদিন ধরে সম্পর্কের টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছিলেন মাইকেল জ্যাকসনের বোন জেনেট জ্যাকসন। গত বছর ছেলে এইসার জন্ম হয়। এরপর শিল্পপতি স্বামী উইসাম আল মানার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর অনেকটাই মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন তিনি। সেই দুর্বলতা আনেকাংশে কাটিয়ে ২০ মে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের বিলবোর্ড সংগীত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সবাইকে তাক লাগিয়ে দেন এই সংগীতশিল্পী।

দীর্ঘ ৯ বছর পর এই প্রথম কোনো টেলিভিশনের সরাসরি অনুষ্ঠানে পারফরমেন্স করেছেন জেনেট, তাও আবার ৩২ বছর আগে গাওয়া সেই সাড়া জাগানো হিট ‘ন্যাসটি’ গানের সঙ্গে। এ ছাড়া বিলবোর্ডের ‘আইকন অ্যাওয়ার্ড’ পুরস্কারটিও জিতে নিয়েছেন তিনি। সেদিন তার নাচে-গান বিলবোর্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত দর্শক ও অংশগ্রহণকারীদের মাতিয়ে রেখেছিল।

সংবাদমাধ্যম পিপলের প্রতিবেদনে বলা হয়, সেদিন পারফরমেন্সের শুরুতে জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী ব্রুনো মার্স মঞ্চে জেনেট জ্যাকসনকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। এরপর ৫২ বছর বয়সে তিনি তার ‘ন্যাসটি’ (১৯৮৬ সালে মুক্তি পাওয়া গান) ও ‘থ্রোব’ (১৯৯৩ সালে মুক্তি পাওয়া গান) গানের সঙ্গে উচ্ছ্বল তরুণীর মতো নেচেছিলেন।

সেদিন জেনেটের নাচের সঙ্গে তার সাজটাও নজর কেড়েছিল সবার। মাথার বেশ উপরে বাঁধা ছিল চুলের ঝুঁটি, সঙ্গে তিনি একটি বেণীও করেন। জমকালো সোনালি পোশাকের সঙ্গে জেনেটের ফিতা বাঁধা লম্বা বুট জুতাও ছিল সোনালি রঙের।

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধানের পটুয়াখালী ও খুলনা পরিদর্শন ও মতবিনিময় সভা

নাচে-গানে মাতালেন মাইকেল জ্যাকসনের বোন জেনেট

প্রকাশিত : ০৯:৫১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৭ মে ২০১৮

বেশ কিছুদিন ধরে সম্পর্কের টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছিলেন মাইকেল জ্যাকসনের বোন জেনেট জ্যাকসন। গত বছর ছেলে এইসার জন্ম হয়। এরপর শিল্পপতি স্বামী উইসাম আল মানার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর অনেকটাই মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন তিনি। সেই দুর্বলতা আনেকাংশে কাটিয়ে ২০ মে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের বিলবোর্ড সংগীত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সবাইকে তাক লাগিয়ে দেন এই সংগীতশিল্পী।

দীর্ঘ ৯ বছর পর এই প্রথম কোনো টেলিভিশনের সরাসরি অনুষ্ঠানে পারফরমেন্স করেছেন জেনেট, তাও আবার ৩২ বছর আগে গাওয়া সেই সাড়া জাগানো হিট ‘ন্যাসটি’ গানের সঙ্গে। এ ছাড়া বিলবোর্ডের ‘আইকন অ্যাওয়ার্ড’ পুরস্কারটিও জিতে নিয়েছেন তিনি। সেদিন তার নাচে-গান বিলবোর্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত দর্শক ও অংশগ্রহণকারীদের মাতিয়ে রেখেছিল।

সংবাদমাধ্যম পিপলের প্রতিবেদনে বলা হয়, সেদিন পারফরমেন্সের শুরুতে জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী ব্রুনো মার্স মঞ্চে জেনেট জ্যাকসনকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। এরপর ৫২ বছর বয়সে তিনি তার ‘ন্যাসটি’ (১৯৮৬ সালে মুক্তি পাওয়া গান) ও ‘থ্রোব’ (১৯৯৩ সালে মুক্তি পাওয়া গান) গানের সঙ্গে উচ্ছ্বল তরুণীর মতো নেচেছিলেন।

সেদিন জেনেটের নাচের সঙ্গে তার সাজটাও নজর কেড়েছিল সবার। মাথার বেশ উপরে বাঁধা ছিল চুলের ঝুঁটি, সঙ্গে তিনি একটি বেণীও করেন। জমকালো সোনালি পোশাকের সঙ্গে জেনেটের ফিতা বাঁধা লম্বা বুট জুতাও ছিল সোনালি রঙের।