সাবেক ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, ফিবা বাস্কেটবল কোচ, বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদ এর সম্মানীত সদস্য, সাউথ এশিয়ান বাস্কেটবল এসোসিয়েশন (সাবা) এরকার্যনির্বাহী সদস্য, থ্রি অন থ্রি কো-অডিনেটর সাউথ এশিয়া এন্ড বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন, সদস্য থ্রি অন থ্রি স্থায়ী কমিটিঅব ফিবা এশিয়া,কয়েকটি ক্লাবের পৃষ্ঠপোষক, সাধারণ সম্পাদক হরনেটস্ স্পোর্ট ক্লাব, সভাপতি বেঙ্গল ফাইটার্স ক্লাব রঞ্জিত চন্দ্র দাসকে ফিবা কর্তৃক আগামী ২০২৩-২০২৫পর্যন্ত ফিবা ম্যাচ কমিশনার (FIBA Match Commissioner 2023-2025) হিসেবে অনুমোদন দিয়েছে।
উল্লেখ্য উক্ত ম্যাচ কমিশনার পদ অর্জন করতে তাকে বাস্কেটবল সংক্রান্ত অনেক বিষয়ে পরীক্ষায় উর্ত্তীন হতে হয়েছে।
তিনিই বাংলাদেশের প্রথম ব্যক্তি যিনি এই কঠিনতম পথ অতিক্রম করে ফিবা ম্যাচ কমিশনার হওয়ার গৌরব অর্জন করেছেন। তার সক্রিয় প্রচেষ্টা ও নেতৃত্বে বাংলাদেশ নারী বাস্কেটবল দল প্রথম দক্ষিন এশিয়া চ্যাম্পিয়নশীপে অংশগ্রহন করেছে। তিনি এদেশে নারী বাস্কেটবল উন্নয়ন, প্রচার ও প্রসারে সক্রিয় ভূমিকা রাখছেন এবং নারীদের খেলাধূলায় অংশ গ্রহণে উদ্বুদ্ধ করছেন। বাস্কেটবল এর উন্নয়নের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে দেশের পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠির উন্নয়নে কাজ করছেন।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ


























