আফগান সিরিজকে সামনে রেখে দেশ ছেড়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু তার সঙ্গেই গেছেন। বৃহস্পতিবার সকাল১০টার ফ্লাইটে দিল্লির উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন তারা।
আগেই জানা ছিল ৩১ তারিখ সকালের ফ্লাইটেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে ঢাকা ছাড়বেন সাকিব। সেই অনুযায়ী আজ সকালের ফ্লাইটে দিল্লির উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন সাকিব। সেখান থেকে দেরাদুনে দলের সঙ্গে যোগ দিবেন তিনি।


























