বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে চেক রিপাবলিককে ৪-০ গোলে হারিয়েছে বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া। শুক্রবারের এই খেলায় চেক রিপাবলিকের বিপক্ষে গোলের দেখা পেতে ৩২ মিনিট অপেক্ষা করতে হয়েছে অস্ট্রেলিয়াকে। অন্যদিকে মোহাম্মদ সালাহর মিশর গোলশূন্য ড্র করেছে কলম্বিয়ার মতো শক্তিশালী দলের সঙ্গে। তবে হার মেনেছে এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া। তারা ঘরের মাঠে বসনিয়া হার্জেগোভিনার মতো দলের কাছে ৩-১ ব্যবধানে হার মেনেছে।
শুক্রবার অবশ্য চেক রিপাবলিকের বিপক্ষে গোলের দেখা পেতে ৩২ মিনিট অপেক্ষা করতে হয়েছে অস্ট্রেলিয়াকে। এরপর ম্যাথিউ লেকি গোল করে এগিয়ে নেন সকারুদের। প্রথমার্ধে তার করা গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় অস্ট্রেলিয়া। বিরতির পর পরই গোল করেন অ্যান্ড্রু নাবোট। ৭২ মিনিটে লেকি নিজের জোড়া গোল পূর্ণ করলে অস্ট্রেলিয়া এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। নিজেদের পরাজয়ের কফিনে শেষ পেরেক নিজেই ঠুকে দেন চেক রিপাবলিকের জ্যাকুব জুগাস। এ সময় নিজেদের জালেই বল জড়িয়ে দেন তিনি। তাতে ৪-০ ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদেরকে।
এদিকে কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে নিজেদের শক্তিমত্তার জানান দিয়ে রেখেছে মোহাম্মদ সালাহর মিশর।
তবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে বসনিয়াকে দারুণ এক জয় উপহার দিয়েছেন এডিন ভিসকা। তিনি ম্যাচের ২৮, (৪৫+১) ও ৭৯ মিনিটে তিনটি গোল করেন। ৩০ মিনিটে দক্ষিণ কোরিয়ার জায়ে-সুং লি একটি গোল শোধ দেন।


























