চ্যাম্পিয়ন্স লীগ ফাইনালের পর থেকে সমালোচনার ঝড় সহ্য করতে হচ্ছে রামোসকে। ফুলবলপ্রেমীদের মনে এখন রীতিমতো ‘খলনায়ক’ বনে গেছেন তিনি। তবে নিজের এমন পরিচয় বদলাতেই হয়তো গানের আশ্রয় নিলেন এ স্পেনিশ তারকা।
রিয়ালের ডিফেন্ডার ও স্পেন ফুটবল দলের অধিনায়ক এবার বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে স্পেনকে নিয়ে গান বের করেছেন। গায়ক স্বদেশি দেমার্কো ফ্লামেনকো। গানটির শিরোনাম ‘এনাদার স্টার ইন ইয়োর হার্ট’।
গানের কথামালায় থাকছে, স্পেন এগিয়ে আসো, আওয়াজ ওঠাও, গলা ছেড়ে গোল দাও। বড় আশা নিয়ে এগিয়ে গিয়ে সেরাটা অর্জন করবো আমরা।’
রামোস তার ইনস্টাগ্রাম পেইজে গানটির মিউজিক ভিডিও ছেড়েছেন। শুক্রবার রিলিজের পর থেকে এরই মধ্যে ৮২ হাজারবার দেখা হয়েছে গেছে ভিডিওটি।
এর আগে ২০১৬ সালের ইউরো উপলক্ষ্যেও ‘লা রোজা বাইলা’ গানটি গেয়েছিলেন রামোস।


























