১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

রশিদের অনন্য রেকর্ড

দুর্দান্ত পারফরমেন্সে ক্রিকেট বিশ্বের নজর কেড়েছেন আফগান তারকা রশিদ খান। তার ঘূর্ণিতে কাঁপে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ। আর সেই ধারাবাহিকতায় এবার তার ঝুলিতে যোগ হলো নতুন এক অর্জন। রবিবার বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমে নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন এই লিগ স্পিনার। বাংলাদেশের বিপক্ষে ৩ ওভারে ১৩ রানে ৩ উইকেট নিয়েছেন রশিদ খান।

সবশেষ র‌্যাংকিং ঘোষণা করে ক্রিকেটের প্রধান সংস্থাটি। সেখানে রেটিং ৭৮৭ করে সমান হওয়ায় যৌথভাবেই র‌্যাংকিংয়ের শীর্ষে বসে আছেন লেগ-স্পিনার রশিদ ও ডান-হাতি পেসার বুমরাহ।

মাত্র ১৯ বছর ১৫৩ দিনে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠলেন রশিদ। সবচেয়ে কম বয়সী হিসেবে কোন খেলোয়াড়ের শীর্ষে উঠার নজির এটি। এই আফগান তারকা টি-টোয়েন্টিতে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। সময়ের বিবেচনায় (২ বছর ২২০ দিন) দ্রুততম ৫০ উইকেট পাওয়ার রেকর্ড গড়ছেন রশিদ খান। এছাড়া ম্যাচ বিবেচনায় হয়েছেন দ্বিতীয় দ্রুততম।

আন্তর্জাতিক-ক্রিকেট-কাউন্সিলের-আইসিসি-আরটিভি-অনলাইন-রশিদ-খান-রশীদ-icc-rtv-online-rashid-khan-afganistan

রশিদ খানের আগে সময়ের বিবেচনায় দ্রুততম ৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন সাঈদ আজমল (২ বছর ২৯৬ দিন)। ম্যাচ বিচেনায় ৩১ ম্যাচে মাইলফলকে পৌঁছেছেন রশিদ খান। শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুউস মাত্র ২৬ ম্যাচে ৫০ উইকেটের মাইলফক ছুঁয়েছিলেন। রশিদ খানের সঙ্গে সমান ৩১ ম্যাচে ৫০ উইকেট পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির।

ট্যাগ :
জনপ্রিয়

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের চ্যালেঞ্জে ১২ ফেব্রুয়ারি নির্বাচন

রশিদের অনন্য রেকর্ড

প্রকাশিত : ১১:২৬:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৪ জুন ২০১৮

দুর্দান্ত পারফরমেন্সে ক্রিকেট বিশ্বের নজর কেড়েছেন আফগান তারকা রশিদ খান। তার ঘূর্ণিতে কাঁপে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ। আর সেই ধারাবাহিকতায় এবার তার ঝুলিতে যোগ হলো নতুন এক অর্জন। রবিবার বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমে নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন এই লিগ স্পিনার। বাংলাদেশের বিপক্ষে ৩ ওভারে ১৩ রানে ৩ উইকেট নিয়েছেন রশিদ খান।

সবশেষ র‌্যাংকিং ঘোষণা করে ক্রিকেটের প্রধান সংস্থাটি। সেখানে রেটিং ৭৮৭ করে সমান হওয়ায় যৌথভাবেই র‌্যাংকিংয়ের শীর্ষে বসে আছেন লেগ-স্পিনার রশিদ ও ডান-হাতি পেসার বুমরাহ।

মাত্র ১৯ বছর ১৫৩ দিনে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠলেন রশিদ। সবচেয়ে কম বয়সী হিসেবে কোন খেলোয়াড়ের শীর্ষে উঠার নজির এটি। এই আফগান তারকা টি-টোয়েন্টিতে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। সময়ের বিবেচনায় (২ বছর ২২০ দিন) দ্রুততম ৫০ উইকেট পাওয়ার রেকর্ড গড়ছেন রশিদ খান। এছাড়া ম্যাচ বিবেচনায় হয়েছেন দ্বিতীয় দ্রুততম।

আন্তর্জাতিক-ক্রিকেট-কাউন্সিলের-আইসিসি-আরটিভি-অনলাইন-রশিদ-খান-রশীদ-icc-rtv-online-rashid-khan-afganistan

রশিদ খানের আগে সময়ের বিবেচনায় দ্রুততম ৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন সাঈদ আজমল (২ বছর ২৯৬ দিন)। ম্যাচ বিচেনায় ৩১ ম্যাচে মাইলফলকে পৌঁছেছেন রশিদ খান। শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুউস মাত্র ২৬ ম্যাচে ৫০ উইকেটের মাইলফক ছুঁয়েছিলেন। রশিদ খানের সঙ্গে সমান ৩১ ম্যাচে ৫০ উইকেট পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির।