দুই দলই নিজেদের প্রথম চার ম্যাচে জিতেছে। আত্মবিশ্বাসে ভরপুর। ভারত আর নিউজিল্যান্ডের লড়াইটি তাই এখন দাঁড়িয়েছে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার।
ধর্মশালায় গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে টস জিতেছে ভারত। প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করে শুরুতেই কিউইদের চেপে ধরেন ভারতীয় বোলাররা। ১৯ রানের মধ্যে ২ উইকেট তুলে নেয় তারা।
মোহাম্মদ সিরাজের বলে ডেভন কনওয়ে শূন্য রানেই ক্যাচ দিয়ে ফেরেন। ২৭ বলে ১৭ করা উইল ইয়ংককে বোল্ড করেন মোহাম্মদ শামি।
শুরুর সেই বিপদ কাটিয়ে উঠার চেষ্টা করছেন রাচিন রাবিন্দ্র আর ড্যারেল মিচেল। তৃতীয় উইকেটে তারা এখন পর্যন্ত যোগ করেছেন ৪৬ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ৬৫ রান। রাবিন্দ্র ২৮ আর মিচেল ১৬ রানে অপরাজিত আছেন।
বিজনেস বাংলাদেশ/একে


























