০৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

নেদারল্যান্ডসকে ১৭৯ রানে থামিয়ে দিল আফগানিস্তান

স্বপ্নীল এক বিশ্বকাপ কাটাচ্ছে আফগানিস্তান ক্রিকেট দল। ছয় ম্যাচ খেলে জয় পেয়েছে তিনটিতে। হারিয়েছে তিনি সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে। এমনকি, সেমি ফাইনালে যাওয়ার দৌড়ে টিকে আছে। সেমি ফাইনালে যাওয়া কঠিন হলেও সামর্থ্য অনুযায়ী নেদারল্যান্ডসের বিশ্বকাপও ভালো কাটছে। হারিয়েছে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে।

বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে আজ পরস্পর মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও নেদারল্যান্ডস। লখনৌর একানা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৪৬.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৯ রান তুলেছে নেদারল্যান্ডস।

টস জিতে ব্যাটিং বেছে নেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ইনিংসের প্রথম ওভারেই ধাক্কা খায় ডাচরা। ওপেনার ওয়েসলি বারেসিকে লেগ বিফোর করে আফগানদের উইকেট এনে দেন মুজিব উর রহমান। দ্বিতীয় উইকেটে ম্যাক্স ও’দোদ ও কলিন অ্যাকারম্যান মিলে ৭০ রানের জুটি গড়ে বিপদ সামাল দেন। ৪০ বলে ৪২ রানের সম্ভাবনাময় এক ইনিংস খেলে রান আউটের দুর্ভাগ্যে সাজঘরে ফেরেন ম্যাক্স। ২৯ রান করা অ্যাকারম্যানও উইকেট বিলিয়ে দেন রান আউট হয়ে।

এরপর হঠাৎ ছন্দপতন ঘটে ডাচদের ইনিংসে। অধিনায়ক এডওয়ার্ডস ফেরেন গোল্ডেন ডাকে। দলের অন্যতম ভরসা বাস ডি লিড তিন রানের বেশি করতে পারেননি। লোগান ফন বিকও আউট দুই রানে। ৯২ রানে ছিল দুই উইকেট। ১১৩ করতেই ছয় উইকেটে পরিণত হয় নেদারল্যান্ডস। ২১ রানের ব্যবধানে চার উইকেট হারানো ডাচদের ইনিংস টেনে নেওয়ার দায়িত্ব নেন সাইব্র্যান্ড অ্যাঙ্গেলব্রেখ। ৮৬ বলে ৫৮ রানের ইনিংস খেলে রান আউট হন তিনিও। শেষ পর্যন্ত ১৭৯ রানে থামে ডাচদের সংগ্রহ।

আফগানদের পক্ষে ২৮ রানে তিন উইকেট শিকার করেন মোহাম্মদ নবী। ৩১ রানে দুই উইকেট পান নূর আহমেদ।

সংক্ষিপ্ত স্কোর

নেদারল্যান্ডস : ৪৬.৩ ওভারে ১৭৯/১০। (বারেসি ১, ম্যাক্স ৪২, কলিন ২৯, সাইব্র্যান্ড ৫৮, এডওয়ার্ডস ০, ডি লিড ৩, সাকিব ৩, ফন বিক ২, মারউই ১১, আরিয়ান ১০*, মিকেরেন ৪; মুজিব ১০-০-৪০-১, ফারুকি ৫-০-৩৬-০, ওমর ৩-০-১১-০, নবী ৯.৩-১-২৮-৩, রশিদ ১০-০৩১-০, নূর ৯-০-৩১-২)

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :
জনপ্রিয়

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের চ্যালেঞ্জে ১২ ফেব্রুয়ারি নির্বাচন

নেদারল্যান্ডসকে ১৭৯ রানে থামিয়ে দিল আফগানিস্তান

প্রকাশিত : ০৬:৩৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩

স্বপ্নীল এক বিশ্বকাপ কাটাচ্ছে আফগানিস্তান ক্রিকেট দল। ছয় ম্যাচ খেলে জয় পেয়েছে তিনটিতে। হারিয়েছে তিনি সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে। এমনকি, সেমি ফাইনালে যাওয়ার দৌড়ে টিকে আছে। সেমি ফাইনালে যাওয়া কঠিন হলেও সামর্থ্য অনুযায়ী নেদারল্যান্ডসের বিশ্বকাপও ভালো কাটছে। হারিয়েছে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে।

বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে আজ পরস্পর মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও নেদারল্যান্ডস। লখনৌর একানা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৪৬.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৯ রান তুলেছে নেদারল্যান্ডস।

টস জিতে ব্যাটিং বেছে নেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ইনিংসের প্রথম ওভারেই ধাক্কা খায় ডাচরা। ওপেনার ওয়েসলি বারেসিকে লেগ বিফোর করে আফগানদের উইকেট এনে দেন মুজিব উর রহমান। দ্বিতীয় উইকেটে ম্যাক্স ও’দোদ ও কলিন অ্যাকারম্যান মিলে ৭০ রানের জুটি গড়ে বিপদ সামাল দেন। ৪০ বলে ৪২ রানের সম্ভাবনাময় এক ইনিংস খেলে রান আউটের দুর্ভাগ্যে সাজঘরে ফেরেন ম্যাক্স। ২৯ রান করা অ্যাকারম্যানও উইকেট বিলিয়ে দেন রান আউট হয়ে।

এরপর হঠাৎ ছন্দপতন ঘটে ডাচদের ইনিংসে। অধিনায়ক এডওয়ার্ডস ফেরেন গোল্ডেন ডাকে। দলের অন্যতম ভরসা বাস ডি লিড তিন রানের বেশি করতে পারেননি। লোগান ফন বিকও আউট দুই রানে। ৯২ রানে ছিল দুই উইকেট। ১১৩ করতেই ছয় উইকেটে পরিণত হয় নেদারল্যান্ডস। ২১ রানের ব্যবধানে চার উইকেট হারানো ডাচদের ইনিংস টেনে নেওয়ার দায়িত্ব নেন সাইব্র্যান্ড অ্যাঙ্গেলব্রেখ। ৮৬ বলে ৫৮ রানের ইনিংস খেলে রান আউট হন তিনিও। শেষ পর্যন্ত ১৭৯ রানে থামে ডাচদের সংগ্রহ।

আফগানদের পক্ষে ২৮ রানে তিন উইকেট শিকার করেন মোহাম্মদ নবী। ৩১ রানে দুই উইকেট পান নূর আহমেদ।

সংক্ষিপ্ত স্কোর

নেদারল্যান্ডস : ৪৬.৩ ওভারে ১৭৯/১০। (বারেসি ১, ম্যাক্স ৪২, কলিন ২৯, সাইব্র্যান্ড ৫৮, এডওয়ার্ডস ০, ডি লিড ৩, সাকিব ৩, ফন বিক ২, মারউই ১১, আরিয়ান ১০*, মিকেরেন ৪; মুজিব ১০-০-৪০-১, ফারুকি ৫-০-৩৬-০, ওমর ৩-০-১১-০, নবী ৯.৩-১-২৮-৩, রশিদ ১০-০৩১-০, নূর ৯-০-৩১-২)

বিজনেস বাংলাদেশ/bh