০৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তানের অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি।

আজ শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০মিনিটে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এছাড়া দলে কোনো পরিবর্তন আনা হয়নি বলেও জানান হাসমতউল্লাহ। েঅপরদিকে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা বলেছেন, তারা লক্ষ্য তাড়া করে ভালোভাবে জিততে পারেন না। তবে আজ ভালো করার সুযোগ এসেছে। মার্কো জানসেন ও তেবরিয়াজ শামসি বিশ্রামে আছেন। তাদের পরিবর্তে দলে এসেছেন অ্যান্ডিল ফেহলাকওয়াইও ও জেরাল্ড কোয়েতজি।

ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। দলটি ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ২ নম্বরে রয়েছে। অন্যদিকে আফগানিস্তানের সেমিতে যাওয়ার অংক অনেক জটিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আফগানিস্তানের জিততে হবে ৪৩৮ রানে, যা শুধু কাগজে-কলমে সম্ভব।

ওয়ানডে ফরম্যাটে দক্ষিণ আফ্রিকা বিপক্ষে আফগানিস্তান মাত্র একবার মুখোমুখি হয়েছে। সেই ওয়ানডে ম্যাচটি দক্ষিণ আফ্রিকা জিতেছিল।

দক্ষিণ আফ্রিকার একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডের ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, জেরাল্ড কোয়েটজি ও আন্দিলে ফেহলুকজায়েকো।

আফগানিস্তানের একাদশ: হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), ইকরাম আলীখিল (উইকেটরক্ষক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান ও নুর আহমদ, নবীন-উল হক।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের চ্যালেঞ্জে ১২ ফেব্রুয়ারি নির্বাচন

টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

প্রকাশিত : ০২:০৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তানের অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি।

আজ শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০মিনিটে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এছাড়া দলে কোনো পরিবর্তন আনা হয়নি বলেও জানান হাসমতউল্লাহ। েঅপরদিকে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা বলেছেন, তারা লক্ষ্য তাড়া করে ভালোভাবে জিততে পারেন না। তবে আজ ভালো করার সুযোগ এসেছে। মার্কো জানসেন ও তেবরিয়াজ শামসি বিশ্রামে আছেন। তাদের পরিবর্তে দলে এসেছেন অ্যান্ডিল ফেহলাকওয়াইও ও জেরাল্ড কোয়েতজি।

ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। দলটি ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ২ নম্বরে রয়েছে। অন্যদিকে আফগানিস্তানের সেমিতে যাওয়ার অংক অনেক জটিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আফগানিস্তানের জিততে হবে ৪৩৮ রানে, যা শুধু কাগজে-কলমে সম্ভব।

ওয়ানডে ফরম্যাটে দক্ষিণ আফ্রিকা বিপক্ষে আফগানিস্তান মাত্র একবার মুখোমুখি হয়েছে। সেই ওয়ানডে ম্যাচটি দক্ষিণ আফ্রিকা জিতেছিল।

দক্ষিণ আফ্রিকার একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডের ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, জেরাল্ড কোয়েটজি ও আন্দিলে ফেহলুকজায়েকো।

আফগানিস্তানের একাদশ: হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), ইকরাম আলীখিল (উইকেটরক্ষক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান ও নুর আহমদ, নবীন-উল হক।

বিজনেস বাংলাদেশ/একে