বিশ্বকাপের মাত্র ৬ দিন আগে ইনজুরিতে পরে বিশ্বকাপ শেষ আর্জেন্টাইন ফুটবলারের। অনুশীলনের সময় হাঁটুর ইনজুরিতে স্বপ্নের বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে গেলো ওয়েস্ট হামের হয়ে খেলা আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যানুয়েল ল্যানজিনির।
২৫ বছর বয়সী ল্যানজিনি এবার প্রিমিয়ার লীগে ২৭ ম্যাচ খেলে ৫ গোল করেছিলেন। আর্জেন্টিনার হয়ে সবশেষ ফ্রেন্ডলি ম্যাচে শুরুর একাদশে খেলেছিলেন এই মিডফিল্ডার। ম্যাচটিতে তারা ৪-০ তে জয় পায়।
বিশ্বকাপে আর্জেন্টিনা ২৭ তারিখ তাদের প্রথম ম্যাচে আইসল্যান্ডের মুখোমুখি হবে। ইতোমধ্যে আর্জেন্টিনা তাদের রনিয়মিত গোলকিপার সারজিও রোমেরো’কেও হারিয়েছে ইনজুরির কারণে। রোমেরোর পরিবর্তে নাহুয়েল গুজম্যান’কে অন্তর্ভুক্ত করা হলেও ল্যানজিনির পরিবর্তে কে খেলবেন তা এখনো জানায়নি আর্জেন্টিনা।


























