আরামবাগ ক্রীড়া সংঘের সাবেক তারকা ফুটবলার ও কোচ মীর মোহাম্মদ আলী ফারুক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার রাতে ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যা করেন।
তিনি ফুসফুসের ক্যান্সারসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর। মরহুম মীর ফারুক স্ত্রী, চারপুত্র সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্নীয়-স্বজন রেখে যান। কোচিং ক্যারিয়ারে তিনি আরামবাগ ক্রীড়া সংঘ ছাড়াও ফেনী সকার, রহমতগঞ্জ, ফরাশগঞ্জ স্পোটিং ক্লাব ও বিকেএসপির কোচের দায়িত্ব পালন করেন।
সোমবার বাদ যোহর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবন সংলগ্ন আরামবাগ জামে মসজিদে নামাজে জানাজা শেষে মরহুম ফারুকের মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে বাফুফে, আরামবাগ ক্রীড়া সংঘ, ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব, দিলকুশা স্পোর্টিং ক্লাব, ফেনী সকার, রহমতগঞ্জ, ফরাশগঞ্জ স্পোর্টিং ও মনসুর স্পোর্টিং ক্লাবসহ বিভিন্ন ক্রীড়া সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।


























