এশিয়া কাপ ফাইনালে বর্তমান বিশ্বের অন্যতম পরাশক্তি ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আইসিসির কোন ইভেন্টে এই প্রথম শিরোপা জিতল বাঘিনীরা। নারীদের এমন পারফরমেন্সের কারণে দেশে ফেরার সঙ্গে সঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ঘোষণা দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে নারী ক্রিকেট দলকে দুই কোটি টাকা পুরস্কার দেয়া হবে।
এদিকে আজ বুধবার (২০ জুন) সন্ধ্যায় দুই কোটি টাকা পুরস্কারের পাশাপাশি আরও আর্থিক অনুদান চ্যাম্পিয়ন বাঘিনীদের হাতে তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে জানা গেছে। গণ ভবনে তাদের হাতে চেক তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রসঙ্গত, এর আগে মালয়েশিয়াতে নারীদের এশিয়া কাপের ফাইনালে ভারতকে তিন উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। দেশে ফেরার পরপরই রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সেখানে চ্যাম্পিয়ন দলের জন্য দুই কোটি টাকা পুরস্কার ঘোষণা করে বিসিবি। দলের প্রত্যেকে পাবেন দশ লাখ করে। তাছাড়া যারা ভালো করেছে তাদের জন্য আলাদা পুরস্কারের ব্যবস্থা থাকবে।
সংবর্ধনা অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের সকল সদস্যকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয় বিসিবি। তাছাড়া স্পন্সর প্রতিষ্ঠান রবির পক্ষ থেকে দলের সকল সদস্যকে একটি করে আইফোন উপহার দেয়া হয়।
এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশ নারী দলের শেষ ওভারে প্রয়োজন ছিল নয় রান। এক পর্যায়ে শেষ বলে প্রয়োজন ছিল দুই রান। এই অবস্থা থেকে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।


























