পর্তুগালের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় তারকা তিনি। ইউসেবিও, ফিগোদের মতো কিংবদন্তিদের দেশে জন্মে নিজেকে নিয়ে গেছেন পূর্বসূরীদের চেয়েও উচ্চতর অবস্থানে। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো কোন মেজর টুর্নামেন্টের শিরোপা এসেছে তাঁর হাত ধরেই। পর্তুগালের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও তিনি।
গত ১৪ জুন থেকে রাশিয়ায় শুরু হয়েছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ বিশ্বকাপ ফুটবলের ২১তম আসর। এ পর্যন্ত একাই চার গোল করে এখন পর্যন্ত রাশিয়া বিশ্বকাপে গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন পর্তুগীজ স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালদো। স্পেনের বিপক্ষে দারুণ এক হ্যাটট্রিকের পর গোলের দেখা পেয়েছেন মরক্কোর বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও।
সাধারণত চুলের বাহারি ফ্যাশনের জন্য সুনাম থাকলেও দাড়ি নিয়ে তেমন পরীক্ষা নিরীক্ষা করতে দেখা যায়নি রোনালদোকে। নিজের পুরো ক্যারিয়ারেই ছিলেন ক্লিন শেভড। কিন্তু বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে নামার আগে দেখা গেল থুতনিতে কিছু দাঁড়ি রেখেছেন এ পর্তুগিজ ফরোয়ার্ড। এরম রহস্য তাহলে কি?
নতুন এই ফ্যাশনের রহস্য উন্মোচন করলেন রোনালদো নিজেই। মরক্কোর বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের নিজের দাড়ি নিয়ে রোনালদো বলেন, “এই থুতনির দাড়ি? এটা (রিকার্দো) কারেসমার সঙ্গে আমার একটা রসিকতা। স্পেনের বিপক্ষে ম্যাচের আগে আমি দাড়ি কামাতে শুরু করেছিলাম কিন্তু থুতনির অংশটুকু ফেলিনি। বলেছিলাম, যদি আগামীকাল আমি গোল করতে পারি, টুর্নামেন্টের বাকি সময় এটা রেখে দেব। এটা আমার জন্য সৌভাগ্য বয়ে এনেছে, ঐ ম্যাচে আমি গোল করেছিলাম, এই ম্যাচেও (মরক্কোর বিপক্ষে) করেছি, তাই এটা থাকছে।”


























