০১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

বিশ্বকাপে প্রেগনেন্সির দেয়া অফারে ক্ষমা চাইলো বার্গার কিং

গত ১৪ জুন থেকে রাশিয়ায় শুরু হয়েছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ বিশ্বকাপ ফুটবলের ২১তম আসর। এরপর থেকে ঘটে চলছে আজব আজব সব মজার ঘটনা।

এসব ঘটনার মধ্যে উল্লেখযোগ্য ঘটনা গুলো হচ্ছে- বিশ্বকাপ দেখতে বাইকে চেপে ৭৫ দিনে চার দেশ ও ৫১৪৫ কিলোমিটার পার হয়ে সৌদি থেকে রাশিয়া এসেছেন সৌদি আরবের ফাহাদ আল ইয়াহিয়া! বিশ্বকাপে অংশ নিতে রাশিয়ায় আসার সময় ১৮ হাজার লিটার বিয়ার, ৭০০ কেজি সস এবং ৩০০ কেজি আলু সঙ্গে নিয়ে আসে জার্মানি! বিশ্বকাপে অংশ নিতে দেশ থেকে ৩ টন খাবার রাশিয়ায় উড়িয়ে এনেছিল মেসিরা!

এমন ভিন্নধর্মী আজব সব ঘটনার মধ্যে ঘটে গেল নতুন এক ঘটনা। বিশ্বের নামী ফাস্ট ফুড চেইন ‘বার্গার কিং’ একটি পুরস্কার দেয়ার ঘোষণা দেয়। যারপরই ব্যাপক বিতর্ক ওঠে। এরপরই ক্ষমা চেয়ে বিজ্ঞাপনটি তুলে নেয় বার্গার কিং।

বিজ্ঞাপনে বলা হয়, রাশিয়ান কোনো মেয়ে যদি বিশ্বকাপে খেলা কোনো ফুটবলারের সন্তান ধারণ করতে পারে তাহলে সেই মেয়েকে নগদ ৪৭ হাজার ডলার আর্থিক পুরস্কারের সঙ্গে আজীবন ‘হুপারস’ (বার্গার কিংয়ের বিশেষ স্যান্ডউইচ) সরবরাহ করা হবে।

আরও বলা হয়, যে নারী ফুটবলারের জিন শরীরে বহন করবে, সে রাশিয়ান দলের ভবিষ্যত প্রজন্মের সাফল্যের প্রবর্তক হবে।

এই বিজ্ঞাপন দেয়ার পর রাশিয়ায় ব্যাপক সমালোচনা ও ক্ষোভ তৈরি হয়। এরপরই বার্গার কিং সেটি সরিয়ে নিতে বাধ্য হয়।

সামাজিক মাধ্যম টেলিগ্রামে একটি নারীবাদী সংস্থা মন্তব্য করে যে, ‘আমাদের সমাজে নারীদের অবস্থানের প্রতিফলন এই বিজ্ঞাপন।’

বিজ্ঞাপন ও মিডিয়ায় রুশ নারীদের যৌন শিকারী হিসেবে উপস্থাপন করা হয়। ক্রেমলিন সমর্থিত গণমাধ্যমের লেখায় রুশ নারীরা কিভাবে ‘বিদেশীদের প্রলোভন’ দেখাতে পারেন তা বিশেষভাবে চিত্রায়ন করা হয়।

ফাস্ট ফুড প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুধু এতটুকু বলা হয়েছে, ‘ঘোষণাটির জন্য আমরা ক্ষমাপ্রার্থী। ব্যাপারটি অবশ্যই নারীর প্রতি অসম্ভব অবমাননাকর।’

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যায় পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান

বিশ্বকাপে প্রেগনেন্সির দেয়া অফারে ক্ষমা চাইলো বার্গার কিং

প্রকাশিত : ০৩:৩৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮

গত ১৪ জুন থেকে রাশিয়ায় শুরু হয়েছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ বিশ্বকাপ ফুটবলের ২১তম আসর। এরপর থেকে ঘটে চলছে আজব আজব সব মজার ঘটনা।

এসব ঘটনার মধ্যে উল্লেখযোগ্য ঘটনা গুলো হচ্ছে- বিশ্বকাপ দেখতে বাইকে চেপে ৭৫ দিনে চার দেশ ও ৫১৪৫ কিলোমিটার পার হয়ে সৌদি থেকে রাশিয়া এসেছেন সৌদি আরবের ফাহাদ আল ইয়াহিয়া! বিশ্বকাপে অংশ নিতে রাশিয়ায় আসার সময় ১৮ হাজার লিটার বিয়ার, ৭০০ কেজি সস এবং ৩০০ কেজি আলু সঙ্গে নিয়ে আসে জার্মানি! বিশ্বকাপে অংশ নিতে দেশ থেকে ৩ টন খাবার রাশিয়ায় উড়িয়ে এনেছিল মেসিরা!

এমন ভিন্নধর্মী আজব সব ঘটনার মধ্যে ঘটে গেল নতুন এক ঘটনা। বিশ্বের নামী ফাস্ট ফুড চেইন ‘বার্গার কিং’ একটি পুরস্কার দেয়ার ঘোষণা দেয়। যারপরই ব্যাপক বিতর্ক ওঠে। এরপরই ক্ষমা চেয়ে বিজ্ঞাপনটি তুলে নেয় বার্গার কিং।

বিজ্ঞাপনে বলা হয়, রাশিয়ান কোনো মেয়ে যদি বিশ্বকাপে খেলা কোনো ফুটবলারের সন্তান ধারণ করতে পারে তাহলে সেই মেয়েকে নগদ ৪৭ হাজার ডলার আর্থিক পুরস্কারের সঙ্গে আজীবন ‘হুপারস’ (বার্গার কিংয়ের বিশেষ স্যান্ডউইচ) সরবরাহ করা হবে।

আরও বলা হয়, যে নারী ফুটবলারের জিন শরীরে বহন করবে, সে রাশিয়ান দলের ভবিষ্যত প্রজন্মের সাফল্যের প্রবর্তক হবে।

এই বিজ্ঞাপন দেয়ার পর রাশিয়ায় ব্যাপক সমালোচনা ও ক্ষোভ তৈরি হয়। এরপরই বার্গার কিং সেটি সরিয়ে নিতে বাধ্য হয়।

সামাজিক মাধ্যম টেলিগ্রামে একটি নারীবাদী সংস্থা মন্তব্য করে যে, ‘আমাদের সমাজে নারীদের অবস্থানের প্রতিফলন এই বিজ্ঞাপন।’

বিজ্ঞাপন ও মিডিয়ায় রুশ নারীদের যৌন শিকারী হিসেবে উপস্থাপন করা হয়। ক্রেমলিন সমর্থিত গণমাধ্যমের লেখায় রুশ নারীরা কিভাবে ‘বিদেশীদের প্রলোভন’ দেখাতে পারেন তা বিশেষভাবে চিত্রায়ন করা হয়।

ফাস্ট ফুড প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুধু এতটুকু বলা হয়েছে, ‘ঘোষণাটির জন্য আমরা ক্ষমাপ্রার্থী। ব্যাপারটি অবশ্যই নারীর প্রতি অসম্ভব অবমাননাকর।’