ফুটবল মানেই নান্দনিক শৈলীর গল্প। কিন্তু মাঝে মাঝে এটা যেন তৈরি হয় কুরুক্ষেত্রে। আর তখন রেফারীদের নিতে হয় শক্ত পদক্ষেপ। ক্লাব কিংবা আন্তর্জাতিক ফুটবলে কুরুক্ষেত্রে তৈরিতে এগিয়ে স্পেন ও রিয়াল মাদ্রিদের অধিনায়ক সার্জিও রামোস।
ফুটবলে ভয়ঙ্কর ট্যাকেলের জন্য বিখ্যাত সার্জিও রামোস। ট্যাকেল কিংবা মধ্যমাঠে প্রভাব বিস্তারের জন্য জুড়ি নেই ভয়ঙ্কর এই ফুটবলারের।
ফুটবল খেলায় বল দখলের লড়াই-ই আসল কাজ। আর সেই বলের দখল নিতে স্প্যানিশ তারকা সার্জিও রামোস সবকিছুই করতে পারেন। এমনকি এবার রেফারিকেও গুঁতো দিয়ে ফেলে দিলেন তিনি!

হ্যাঁ, এমন কাণ্ডই ঘটিয়েছেন রাশিয়া বিশ্বকাপে ইরানের বিপক্ষে ম্যাচে। স্পেন হোক আর রিয়াল মাদ্রিদ হোক সমালোচনার শেষ নেই রামোসের। হুটহাট রেগে যাওয়া, ধাক্কা দেওয়া এ যেন তার চরিত্রের সাথে মিশে গেছে। তাই বলে বিশ্বকাপের মঞ্চে রেফারিকেও গুঁতো দেওয়া!
ইরানের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধে রিয়াল মাদ্রিদের অধিনায়ক বলের দখল নিতে গিয়েই হাঁটু দিয়ে গুঁতো দিয়ে বসেন রেফারিকে। ম্যাচ শেষে কিছু ছবি প্রকাশিত হয় সংবাদ মাধ্যমে। আর সে ছবিতে দেখা যায় স্পেন অধিনায়ক রামোস দৌড়ে আসেন বল নিতে। সে সময়ে সামনে ছিলেন রেফারি। কোনো কিছু চিন্তা না করেই গুঁতো দিয়ে বসেন রেফারিকেও।
অবশ্য এটাই প্রথমবার তার এমন কাণ্ড নয়। রিয়ালের অনুশীলনে সতীর্থ তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোকেও এমনভাবে গুঁতো দিয়েছিলেন তিনি।


























