শ্বাসরুদ্ধকর ম্যাচে গতকাল কোস্টারিকার বিপক্ষে জয় পায় ব্রাজিল। অতিরিক্ত সময়ে ফিলিপে কোটিনহো ও নেইমারের করা গোলে ২-০ তে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। ম্যাচের একদম অন্তিম মূহুর্তে নেইমার করেছেন এবারের বিশ্বকাপে নিজের প্রথম গোল। তার গোলের খানিক পরেই খেলা শেষের বাঁশি বাজান রেফারি।
শেষ বাঁশি বাজার পর সতীর্থদের জড়িয়ে ধরে উল্লাস করবেন, এমনটাই তো স্বাভাবিক। কিন্তু এ কী! রেফারির বাঁশি বাজতে না বাজতেই ব্রাজিলিয়ান তারকা জয় উদযাপন না করে মাঠেই মুখ ঢেকে কান্না শুরু করলেন। কেন কাঁদছিলেন নেইমার?
সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সট্রাগ্রামে নেইমার জানালেন তেমনটাই। ম্যাচের পর এক পোস্টে নেইমার বলেন, ‘আমার জীবনে কোনো কিছুই সহজ ছিল না। এখনো সবকিছু সহজ নয়। আমি আসলে কীসের মধ্য দিয়ে যাচ্ছি, সবাই জানে না। এই কান্না আনন্দের, সমস্যা কাটিয়ে উঠে জয়ের আনন্দের কান্না।’
এমনকি ব্রাজিলের কোচ তিতে তার এই কান্নার প্রতি সমর্থন জানান। তিনি বলেন, ‘নেইমার মেশিন নয়। সেও মানুষ আমাদের সবার মতো তারও আবেগ অনুভূতি আছে।’
২৭ জুন সার্বিয়ার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলতে নামবে ব্রাজিল।


























