০১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

কোচের সঙ্গে ঝামেলা নেই মেসিদের!

কোচ হোর্হে সাম্পাওলির সঙ্গে আর্জেন্টাইন ফুটবলারদের বিবাদের খবর প্রকাশ করেছিল দেশটির একটি সংবাদমাধ্যম। যা গোটা ফুটবলবিশ্বে আলোড়ন তুলেছিল। বিষয়টা নিয়ে এতটাই জলঘোলা হয় যে, আর্জেন্টিনার খেলোয়াড়দের পক্ষ থেকে বিবৃতি আসা অবশ্যম্ভাবী হয়ে পড়ে। সেই ধারাবাহিকতায় দলটির মিডফিল্ডার হাভিয়ের মাসচেরানো দাবি করলেন, কোচের সঙ্গে খেলোয়াড়দের সম্পর্কে কোনো চিড় ধরেনি!

বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ের আগে আর্জেন্টিনার সংবাদমাধ্যম জানিয়েছে, এই মুহূর্তে দলের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত যা নেওয়ার খেলোয়াড়েরাই নিচ্ছেন। এতে নেতৃত্ব দিচ্ছেন সিনিয়র খেলোয়াড়রা। ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের পর গভীর রাতে খেলোয়াড়েরা তাঁদের বেইসক্যাম্পে বৈঠকে বসেন। সেখানে সাম্পাওলিকে তারা বলেন, নাইজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিনি যেন কোচিং না করেন এবং একাদশ বাছাই না করেন। আরও ভয়ংকর তথ্য হলো, এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া নাকি এই বিদ্রোহে সমর্থন দিয়ে যাচ্ছেন!

তবে সংবাদ সম্মেলনে এমন সম্ভাবনা উড়িয়ে দিয়ে ৩৪ বছর বয়সী মাসচেরানো বলেন, ‘কোচের সঙ্গে সম্পর্ক পুরোপুরিই স্বাভাবিক। অবশ্যই, যদি কোনো কিছু নিয়ে অস্বস্তি বোধ করি আমরা তাকে জানাই।… এটা যেসব খেলোয়াড় বেঞ্চে থাকে এবং যারা মাঠে থাকে সবাই করে। আমাদের সভায় ফুটবল নিয়ে এবং কিভাবে আমাদের খেলার সমস্যা সমাধানের একটা উপায় বের করা যায় তা নিয়ে আমরা কথা বলি।’

‘ডি’ গ্রুপে আইসল্যান্ডের সঙ্গে ১-১ ড্র দিয়ে শুরু করা আর্জেন্টিনা নিজেদের দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে উড়ে গিয়ে পয়েন্ট তালিকার শেষ স্থানটিতে অবস্থান করছে। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে কঠিন সমীকরণ মেলাতে হবে মেসিদের। আগামীকালের ম্যাচে নাইজেরিয়াকে হারাতে হবে বড় ব্যবধানে। এছাড়া ক্রয়োশিয়ার কাছে আইসল্যান্ডকে হারতে হবে। ইতিমধ্যেই আইসল্যান্ডকে হারিয়ে মেসিদের সমীকরণ কিছুটা সহজ করে দিয়েছে নাইজেরিয়া।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১২ টা অনুষ্ঠিতব্য এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের ঐক্য নিয়ে মাসচেরানো বলেন, ‘আমরা জানি পরিস্থিতিটা জটিল। মাঠে আমরা খেলোয়াড় হিসেবে কেমন বোধ করি তা নিযে কথা হয়। কারণ যে কোনো মুহূর্তে, যে কোনো পর্যায়ে ও যে কোনো অবস্থায় আমরাই সিদ্ধান্ত নেই। আমাদের মতামত প্রকাশে এবং দল যাতে সব চেয়ে ভালো অবস্থায় মাঠে নামে সেজন্য সম্ভাব্য সব কিছু করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যায় পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান

কোচের সঙ্গে ঝামেলা নেই মেসিদের!

প্রকাশিত : ০৬:৫৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৫ জুন ২০১৮

কোচ হোর্হে সাম্পাওলির সঙ্গে আর্জেন্টাইন ফুটবলারদের বিবাদের খবর প্রকাশ করেছিল দেশটির একটি সংবাদমাধ্যম। যা গোটা ফুটবলবিশ্বে আলোড়ন তুলেছিল। বিষয়টা নিয়ে এতটাই জলঘোলা হয় যে, আর্জেন্টিনার খেলোয়াড়দের পক্ষ থেকে বিবৃতি আসা অবশ্যম্ভাবী হয়ে পড়ে। সেই ধারাবাহিকতায় দলটির মিডফিল্ডার হাভিয়ের মাসচেরানো দাবি করলেন, কোচের সঙ্গে খেলোয়াড়দের সম্পর্কে কোনো চিড় ধরেনি!

বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ের আগে আর্জেন্টিনার সংবাদমাধ্যম জানিয়েছে, এই মুহূর্তে দলের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত যা নেওয়ার খেলোয়াড়েরাই নিচ্ছেন। এতে নেতৃত্ব দিচ্ছেন সিনিয়র খেলোয়াড়রা। ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের পর গভীর রাতে খেলোয়াড়েরা তাঁদের বেইসক্যাম্পে বৈঠকে বসেন। সেখানে সাম্পাওলিকে তারা বলেন, নাইজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিনি যেন কোচিং না করেন এবং একাদশ বাছাই না করেন। আরও ভয়ংকর তথ্য হলো, এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া নাকি এই বিদ্রোহে সমর্থন দিয়ে যাচ্ছেন!

তবে সংবাদ সম্মেলনে এমন সম্ভাবনা উড়িয়ে দিয়ে ৩৪ বছর বয়সী মাসচেরানো বলেন, ‘কোচের সঙ্গে সম্পর্ক পুরোপুরিই স্বাভাবিক। অবশ্যই, যদি কোনো কিছু নিয়ে অস্বস্তি বোধ করি আমরা তাকে জানাই।… এটা যেসব খেলোয়াড় বেঞ্চে থাকে এবং যারা মাঠে থাকে সবাই করে। আমাদের সভায় ফুটবল নিয়ে এবং কিভাবে আমাদের খেলার সমস্যা সমাধানের একটা উপায় বের করা যায় তা নিয়ে আমরা কথা বলি।’

‘ডি’ গ্রুপে আইসল্যান্ডের সঙ্গে ১-১ ড্র দিয়ে শুরু করা আর্জেন্টিনা নিজেদের দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে উড়ে গিয়ে পয়েন্ট তালিকার শেষ স্থানটিতে অবস্থান করছে। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে কঠিন সমীকরণ মেলাতে হবে মেসিদের। আগামীকালের ম্যাচে নাইজেরিয়াকে হারাতে হবে বড় ব্যবধানে। এছাড়া ক্রয়োশিয়ার কাছে আইসল্যান্ডকে হারতে হবে। ইতিমধ্যেই আইসল্যান্ডকে হারিয়ে মেসিদের সমীকরণ কিছুটা সহজ করে দিয়েছে নাইজেরিয়া।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১২ টা অনুষ্ঠিতব্য এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের ঐক্য নিয়ে মাসচেরানো বলেন, ‘আমরা জানি পরিস্থিতিটা জটিল। মাঠে আমরা খেলোয়াড় হিসেবে কেমন বোধ করি তা নিযে কথা হয়। কারণ যে কোনো মুহূর্তে, যে কোনো পর্যায়ে ও যে কোনো অবস্থায় আমরাই সিদ্ধান্ত নেই। আমাদের মতামত প্রকাশে এবং দল যাতে সব চেয়ে ভালো অবস্থায় মাঠে নামে সেজন্য সম্ভাব্য সব কিছু করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’