সোমবার শেষ ষোল নির্ধারণী ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে ইরান ও পর্তুগাল। পর্তুগালের যেখানে প্রয়োজন ড্র সেখানে ইরানের প্রয়োজন জয়। পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এ ম্যাচটি নিজেরই করে নিতে চাইবেন। কারণ তিনি জ্বলে উঠলেই সবকিছু সহজ হয়ে যাবে পর্তুগালের।
কিন্তু মাঠে নামার আগেই যেন সমস্যায় পড়তে হলো রোনালদোদের। পর্তুগালের টিম হোটেলের সামনে একদল ইরান সমর্থক রবিবার রাতে গোলমাল ও হৈ চৈ করেছে। সে গোলমালের মাত্রা এতো বেশি ছিলো যে এক পর্যায়ে রোনালদো জানালার কাছে এসে তাদের গোলমাল থামানোর অনুরোধ করতে বাধ্য হন।
ধারণকৃত এক ভিডিওতে দেখা যায় জানালার কাছে দাঁড়িয়ে রোনালদো হাত নাড়িয়ে তাদের গোলমাল করতে মানা করছেন। কারণ এতে তাদের ঘুমের ব্যাঘাত ঘটছে। ম্যাচের আগেই রোনালদোদের মানসিকভাবে পিছিয়ে দিতে চাওয়া ইরানীরা এবার মাঠে রোনালদোকে আটকাতে কি করে সেটিই দেখার বিষয়।


























