বিশ্ব ফুটবলের ক্ষুদে জাদুকর লিওনেল মেসির ৩১তম জন্মদিন ছিলো। আর এই জন্মদিনে নতুন করে শপত নিলেন মেসি। যতদিন না বিশ্বকাপ ঘরে তুলবেন ততদিন ফুটবল থেকে অবসর নিবেন না।
এই প্রসঙ্গে মেসি বলেছেন, ‘‘বিশ্বকাপ না জেতা পর্যন্ত অবসর নেব না! বরাবরই একটা ছবি দেখেছি যে, বিশ্বকাপের ট্রফিটা হাতে নিয়ে তুলছি। শুধু সেই আকাঙ্খিত মুহূর্তের কথা ভেবে আমার চুল এখনও সোজা হয়ে যায়। লক্ষ্যাধিক আর্জেন্টিনীয় সমর্থককে সুখী করতে চাই। তাই সেই স্বপ্নপূরণ না হওয়া পর্যন্ত অবসর নিচ্ছি না।
এবার আর্জেন্তিনা’কে যদি বিশ্বকাপ ছাড়াই দেশে ফিরতে হয় সেক্ষেত্রে কাতারে ২০২২-এর বিশ্বকাপের দিকে তাকিয়ে থাকতে হবে মেসি’কে। তখন তাঁর বয়স হবে ৩৫ বছর! কিন্তু বয়সের দিকে তাকাচ্ছেন না অধিনায়ক। বরং তাঁর মুখে স্বপ্নপূরণের কথা। বলেছেন, ‘‘আমি প্রায় সমস্ত বড় টুর্নামেন্ট জিতেছি। উন্মুখ হয়ে আছি, বিশ্বকাপ জিতে শেষটাও মধুর করতে।’’


























