প্রথম রাউন্ডের শেষ খেলায় শক্তিশালী পোল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে পরাজিত হয় জাপান। তবে পরাজয়ে পরেও নকআউট পর্বে উঠতে তেমন সমস্যা হয়নি জাপানের। রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম খেলায় কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়ে শুরু করা জাপান নিজেদের দ্বিতীয় ম্যাচে সেনেগালের বিপক্ষে ২-২ গোলে ড্র করে। আগের দুই খেলায় ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ছিল দলটি।
নকআউট পর্বে জাপানের ওঠার কারণ গ্রুপের অপর ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে সেনেগাল ১-০ গোলে হেরে গেছে। আর তাই যাওয়া সমীকরণে পিছিয়ে যায় সেনেগাল। আর এই সুযোগকে কাজে লাগিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে যায় জাপান। সেনেগোর মতো তিন খেলায় ৪ পয়েন্ট নিয়েও সমীকরণে এগিয়ে থেকে শেষ ষোলোর খেলা নিশ্চিত করে এশিয়ার দল জাপান।
প্রথমার্ধে অসাধারণ খেলেও গোলের দেখে পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধে তথা ৫৯ মিনিটে জ্যান বেডনারেকের গোলো এগিয়ে যায় পোল্যান্ড।


























