মেহেন্দিগঞ্জে মেঘনা নদী পাড়ে উলানিয়া উত্তর ও দক্ষিণ, গোবিন্দপুর ইউনিয়নের নদী ভাঙ্গন কবলিত মানুষ মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার শীত বস্র।গতশুক্রবার ০২/০২/২০২৪ ইং তারিখ স্হানঃ উলানিয়া কনারেশন মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে। শূতার্থীদের মাঝে শীত বস্র বিতারন করেন বরিশাল ০৪ আসনের সাংসদ জননেতা পংকজ নাথ এমপি
শীত বস্র অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উলানিয়া ইউপি সাবেক চেয়ারম্যান আঃ ছত্তর মাঝি
এসময় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি, সদর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক মন্ডলী সদস্য এ্যাডঃ দেলোয়ার হোসেন দেলু, উলানিয়া কনেরেশন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালউদ্দিন, সাবেক ছাএলীগ সভাপতি সালাউদ্দিন,জাঙ্গালিয়া চেয়ারম্যান আব্দুল কাদের ফরাজী,চাঁনপুর ইউপি চেয়ারম্যান বাহাউদ্দিন ঢালী,আলিমাবাদ ইউনিয়ন সাবেক চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম , গোবিন্দপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন তালুকদার , সাবেক ছাএলীগ সভাপতি ও যুগ্না আহবায়ক কে এস এম সুমন ফরাজী , কাউন্সিল এস এম শাজাহান (সোহেল মোল্লা) , কাউন্সিল শোয়েব হোসেন সোরাব , কাউন্সিলর সরদার সাইফুল ইসলাম , কাউন্সিলর মোঃ সাইফুল ব্যাপারী সহ ইউনিয়ন আওয়ামী লীগ সহযোগী সংগঠন সর্বস্তরের এর নেতাকর্মী ও নদী ভাঙ্গনে দুস্ত অসহায় পরিবার শীত বস্র কম্বল পেয়ে তার সন্তুষ্ট। এই শীতের কম্বলে কিছু হলো শীতের তীব্রতা থেকে স্বস্তি পাবে এমনটা তাদের চাওয়া ছিল।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















