১০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

তিন সুপারস্টারের পরিণতি এড়াতে পারবেন নেইমার?

ফুটবলবিশ্বের তিন সুপারস্টার ইতিমধ্যেই বিদায় নিয়েছেন রাশিয়া বিশ্বকাপ থেকে। আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি, পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো এবং বিশ্বকাপের আগে বার্সেলোনাকে বিদায় জানানো স্প্যানিশ সুপারস্টার আন্দ্রেস ইনিয়েস্তা। আজ দ্বিতীয় রাউন্ডে মাঠে নামছে নেইমারের ব্রাজিল। নক-আউট পর্বের এই ম্যাচে কোনদিকে যাবেন বিশ্বের সবচেয় দামি ফুটবলার?

ফুটবলবোদ্ধা থেকে শুরু করে সাধারণ দর্শকরা বলছেন যে, মেসি-রোনালদোদের বিদায়ে অনেকটাই জৌলুস হারিয়েছে বিশ্বকাপ। মানুন আর না মানুন, এটাই সত্যি। মানুষের কাছে কোটি টাকার প্রশ্ন একটাই। রোনালদো-মেসি-ইনিয়েস্তারা যা পারেননি সেই কাজটা কি করে দেখাতে পারবেন নেইমার। ব্রাজিলের ওয়ান্ডার কিডের বয়স এখন ২৬, ভবিষ্যতে বিশ্বকাপ খেলার আরও সুযোগ পাবেন। কিন্তু এমন সুবর্ণ সুযোগ আর পাবেন কি তিনি?

বিশ্ব ফুটবলেরই তিন তারার দুই তারা রাশিয়া রণক্ষেত্র থেকে একই দিনে বিদায় নিয়েছেন। বিশ্বকাপের লড়াইয়ে বড় দল বলতে রয়েছে তিনটি দেশ, যারা অতীতে বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে দেখেছে। যার মধ্যে প্রথম নামটাই করতে হবে ব্রাজিলের, দুয়ে অবশ্যই ফ্রান্স। দুর্দান্ত ফ্রান্স ইতিমধ্যেই আর্জেন্তিনাকে ছিটকে দিয়েছে গতিময় ফুটবল খেলে। আর তিনে ধরা যেতে পারে ইংল্যান্ডকে।

চার নম্বর যদি ধরতেই হয় তবে রাশিয়ায় মাটিতে ডার্ক হর্স বেলজিয়ামের প্রসঙ্গ উঠবে। এই চার দলই এখন চ্যাম্পিয়নের দৌড় হেভিওয়েট। বিশ্বকাপের লড়াই এমন একটা অবস্থায় তুলনামূলক কম শক্তিশালী কোনো দলের কাছে পা না-হরকালে ট্রফির কাছে পৌঁছনো উচিত ব্রাজিলের। আর সেই রাস্তা পাকা করার জন্য একমাত্র ভরসার নাম নেইমার। তার ভবিষ্যত দেখার জন্য আজ টিভিতে চোখ রাখতে হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

তিন সুপারস্টারের পরিণতি এড়াতে পারবেন নেইমার?

প্রকাশিত : ০৭:২৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২ জুলাই ২০১৮

ফুটবলবিশ্বের তিন সুপারস্টার ইতিমধ্যেই বিদায় নিয়েছেন রাশিয়া বিশ্বকাপ থেকে। আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি, পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো এবং বিশ্বকাপের আগে বার্সেলোনাকে বিদায় জানানো স্প্যানিশ সুপারস্টার আন্দ্রেস ইনিয়েস্তা। আজ দ্বিতীয় রাউন্ডে মাঠে নামছে নেইমারের ব্রাজিল। নক-আউট পর্বের এই ম্যাচে কোনদিকে যাবেন বিশ্বের সবচেয় দামি ফুটবলার?

ফুটবলবোদ্ধা থেকে শুরু করে সাধারণ দর্শকরা বলছেন যে, মেসি-রোনালদোদের বিদায়ে অনেকটাই জৌলুস হারিয়েছে বিশ্বকাপ। মানুন আর না মানুন, এটাই সত্যি। মানুষের কাছে কোটি টাকার প্রশ্ন একটাই। রোনালদো-মেসি-ইনিয়েস্তারা যা পারেননি সেই কাজটা কি করে দেখাতে পারবেন নেইমার। ব্রাজিলের ওয়ান্ডার কিডের বয়স এখন ২৬, ভবিষ্যতে বিশ্বকাপ খেলার আরও সুযোগ পাবেন। কিন্তু এমন সুবর্ণ সুযোগ আর পাবেন কি তিনি?

বিশ্ব ফুটবলেরই তিন তারার দুই তারা রাশিয়া রণক্ষেত্র থেকে একই দিনে বিদায় নিয়েছেন। বিশ্বকাপের লড়াইয়ে বড় দল বলতে রয়েছে তিনটি দেশ, যারা অতীতে বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে দেখেছে। যার মধ্যে প্রথম নামটাই করতে হবে ব্রাজিলের, দুয়ে অবশ্যই ফ্রান্স। দুর্দান্ত ফ্রান্স ইতিমধ্যেই আর্জেন্তিনাকে ছিটকে দিয়েছে গতিময় ফুটবল খেলে। আর তিনে ধরা যেতে পারে ইংল্যান্ডকে।

চার নম্বর যদি ধরতেই হয় তবে রাশিয়ায় মাটিতে ডার্ক হর্স বেলজিয়ামের প্রসঙ্গ উঠবে। এই চার দলই এখন চ্যাম্পিয়নের দৌড় হেভিওয়েট। বিশ্বকাপের লড়াই এমন একটা অবস্থায় তুলনামূলক কম শক্তিশালী কোনো দলের কাছে পা না-হরকালে ট্রফির কাছে পৌঁছনো উচিত ব্রাজিলের। আর সেই রাস্তা পাকা করার জন্য একমাত্র ভরসার নাম নেইমার। তার ভবিষ্যত দেখার জন্য আজ টিভিতে চোখ রাখতে হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।